সোমবার হঠাৎই গুগলের সার্চ ইঞ্জিন, ইউটিউব, জিমেইল, গুগল ড্রাইভ, গুগল মিট ইত্যাদি পরিষেবা গ্রহণকারী অসংখ্য গ্রাহক সমস্যার মুখোমুখি হয়েছে
গুগলের সার্চ ইঞ্জিন, ইউটিউব, জিমেইলসহ অন্যান্য পরিষেবা সংক্ষিপ্ত বিভ্রাটের পর পরিষেবাগুলো আবারও সঠিকভাবে কাজ করছে।
এর আগে, সোমবার (১৪ ডিসেম্বর) হঠাৎই বিশ্বজুড়ে গুগলের বিভিন্ন পরিষেবায় বিঘ্ন ঘটে।
এতে বিশ্বব্যাপী সমস্যার মুখোমুখি হয়েছেন গুগল সার্চ ইঞ্জিন, ইউটিউব, জিমেইল, গুগল ড্রাইভ, গুগল প্লে, গুগল মিট, গুগল হ্যাংআউট ইত্যাদি পরিষেবা গ্রহণকারী অসংখ্য গ্রাহক।
বিঘ্ন চলাকালে ইউটিউবে প্রবেশ করতে গেলে সেটি লোড হয়নি অথবা “কিছু ভুল হয়েছে’ বলে একটি মেসেজ দেখতে পেয়েছেন অনেক ব্যবহারকারী।
এছাড়া গুগল অ্যালফাবেটও গ্রাহকদের চাহিদামতো সাড়া দেয়নি।
ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্থ পরিষেবার তালিকায় ইউটিউব, গুগল, গুগল মিট, গুগল হ্যাংআউট, গুগল প্লে ও জিমেইল রয়েছে। এসব পরিষেবায় গ্রাহকরা ঢুকতে পারেননি না বা কম গতির (স্লো) ছিল।
এছাড়া, গুগল বিজনেসের গুগল ড্রাইভ, গুগল ডক, গুগল শিট ইত্যাদিতেও প্রবেশ করার ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হয়েছেন গ্রাহকেরা।
এটি পরিষ্কার নয় যে, পৃথিবীর কোন কোন অঞ্চলে এসব পরিষেবা বাধাগ্রস্থ হয়েছে। তবে পুরো ইউরোপ ও এশিয়ার কিছু অঞ্চলের ব্যবহারকারীরা গুগলের পরিষেবা নিতে বাধার সম্মুখীন হয়েছেন।
সূত্রঃ ঢাকা ট্রিবিউন