ওয়ানডে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী ক্যারিবীয় অধিনায়ক
তিন দিনের আইসোলেশনে হোটেল বন্দী ছিলেন ক্যারিবীয় ক্রিকেটাররা। অবশেষে সেই আইসোলেশন থেকে মুক্তি মিলেছে তাদের। বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) প্রথম দিনের মত অনুশীলন করে। অনুশীলন শেষে বাংলাদেশকে সিরিজ হারানোর আশাবাদ ব্যক্ত করেছেন ওয়ানডে অধিনায়ক জেসন মোহাম্মদ।
৩৪ বছর বয়সী জেসন ক্যারিবীয়দের হয়ে খেলেছেন ২৮টি ওয়ানডে। অভিজ্ঞতা বিচারে তাকে ‘খুব অভিজ্ঞ’ বলার সুযোগ নেই। তবে এর আগে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছেন। জাতীয় দলের নেতৃত্ব তাই তার কাছে নতুন কিছু নয়।
Also Read – ক্রিকইনফোর ‘ড্রিম টিমে’ আশরাফুল-নাসির
তবে এবার একটু ভিন্ন অভিজ্ঞতা হচ্ছেই। করোনা আর ব্যক্তিগত অজুহাতে সফরে আসেননি সিনিয়র ১২ জন ক্রিকেটার। ক্যারিবীয় দলটা তাই অখ্যাত ক্রিকেটারে ভরা। বাংলাদেশকে ঘরের মাঠে হারানো সহজ নয়, বিশেষ করে ওয়ানডেতে, তার উপর এই দল নিয়ে! জেসন তা ভালো করেই জানেন। তবু চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন বলে জানালেন গণমাধ্যমকে।
জেসন বলেন, ‘প্রথম দিন অনুশীলন করতে পেরে ভালো লাগছে। অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে এই সিরিজ জেতা। আশা করি ধারাবাহিক ভালো ক্রিকেট খেলে আমরা সিরিজ জিততে পারব। বাংলাদেশ ভালো দল। সাদা বলে এবং ঘরের মাঠে তারা অনেক ভালো খেলে। আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’
প্রথম সফরকারী দল হিসেবে ইংল্যান্ডে বায়োবাবলে থেকেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশে প্রথম সফরকারী দল হিসেবে কোভিড প্রটোকলে থাকা দলও তারা। জেসন জানান, কঠিন ছিল তিন দিনের আইসোলেশন, ‘এখন ভালো লাগছে। তিন দিন আইসোলেশনে থাকা অনেক কঠিন ছিল। খোলা বাতাসে আসতে পেরে, ক্রিকেটের সংস্পর্শ পেয়ে ভালো লাগছে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।