ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে ‘প্রত্যাবর্তন সিরিজ’ হিসেবে দেখছেন মিরাজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে জায়গা পাবেন কিনা সেটি এখনো নিশ্চিত নয় তবে ঘরের মাঠে টেস্ট থাকছেন সেটি এক প্রকার নিশ্চিত। আর এই সিরিজকে নিজের প্রত্যাবর্তনের সিরিজ হিসেবে দেখছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত সদস্য মেহেদী হাসান মিরাজ। ওয়ানডেতেও গত কয়েকটি সিরিজে সুযোগ পেয়েছেন তরুণ এ ক্রিকেটার। তবে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন তিনি। আর সেটি তিনি নিজেও অনুধাবন করতে পেরেছেন। কয়েকদিন পরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।
Also Read – ব্রিসবেন টেস্টে খেলতে প্রস্তুত শেবাগ!
আর তাই মিরাজের লক্ষ্য- এই সিরিজ দিয়েই পুরনো রুপে ফিরবেন তিনি। অবশ্য টেস্টে দেশে এবং দেশের বাইরে- দুটোতেই ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড বেশ ভালো মিরাজের। চার টেস্টে নিয়েছেন ২৫ উইকেট এবং ১০ ওয়ানডে খেলে নিয়েছেন ১২ উইকেট। আর তাই তো ঘরের মাঠে ভালো করার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী মিরাজ।
“দেশের মাটিতে এবং দেশের বাইরে শেষ যে কয়টা ম্যাচ খেলেছি, প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারিনি। তবে আমার জন্য আলাদা এডভান্টেজ থাকবে, যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগেও ভালো করেছি। তার উপর ওয়ানডে এবং টেস্ট- দুটোই দেশের মাটিতে খেলা। এইখানে যদি ভালো কিছু করতে পারি তাহলে নিজেকে কামব্যাক করার ভালো সুযোগ পাব। তবে এটাও চেষ্টা করবো নিজের পারফরম্যান্সটা ভালো করার জন্য যাতে দিনশেষে দলও ভালো প্রত্যাশা অনুযায়ী ফলাফল পায়।”
গত বছর মার্চে দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় কয়েকমাস ঘরের ভিতরই বন্দী ছিলেন ক্রিকেটাররা। আর এই সময়টায় নিজেদের মতো করে ফিটনেস ধরে রাখার কাজগুলো করে গিয়েছেন ক্রিকেটাররা। তবে ওই সময়টায় অনুশীলন করতে পারায় হতাশ ছিলেন মিরাজ।
“অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। সবচেয়ে বড় কথা- গত এক বছর অনেক কঠিন সময়ের মধ্যে গিয়েছি। অনুশীলনও করতে পারিনি যে কারণে আমরা হতাশ ছিলাম সবাই কিভাবে কি করবো না করবো। এক বছর পর খেলা শুরু হচ্ছে, সবাই অনেক খুশি। বিগত কয়েকটা দিন অনুশীলনে বেশ ভালো সময় কাটিয়েছি।”
rong>বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।