চিকিৎসাসংক্রান্ত গবেষণাকাজে গাঁজার ব্যবহার সহজলভ্য করতে নেওয়া হলো এ সিদ্ধান্ত
নেশাজাতীয় বিপজ্জনক মাদকের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে গাঁজার নাম। চিকিৎসা কাজে গাঁজার ব্যবহার সহজলভ্য করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদনের পর এ ভোটের আয়োজন করা হয়।
বুধবার (২ ডিসেম্বর) জাতিসংঘের নারকোটিক ড্রাগ কমিশনে এ বিষয়ে ভোটাভুটির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতিসংঘের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গাঁজাকে বিপজ্জনক ওষুধের পক্ষে ২৫টি রাষ্ট্র ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় ২৭টি রাষ্ট্র। বিপক্ষের ভোট বেশি থাকায় এ তালিকা থেকে বাদ দিয়েছে জাতিসংঘ।
এরআগে ২০১৯ সালে চিকিৎসা সেবার ক্ষেত্রে গবেষণায় গাঁজায় প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করে এটি সেবনের মাত্রা নির্ধারণের ওপর জোর দেওয়ার আহ্বান জানায় ডব্লিউএইচও। সংস্থাটির মতে, হেরোইন কিংবা ফেন্টানিল জাতীয় ওষুধ গাঁজার মতো ড্রাগের চতুর্থ শিডিউলে থাকলেও এতে মৃত্যুঝুঁকি নেই। বরং মৃগীরোগের মতো বেশকিছু অসুখে এটি কার্যকর ভূমিকা রাখে।
সূত্র: ঢাকা ট্রিবিউন