গাভাস্কারের বাঁকা কথায় ‘কিছু যায় আসে না’ পেইনের
কিংবদন্তি তো তিনি বটেই। ‘বর্ডার-গাভাস্কার ট্রফি’ সিরিজের নামের সাথেও তিনি আছেন। তবে অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেইনের কাছে তেমন গুরুত্ব পেলেন না সুনিল গাভাস্কার। ভারতীয় কিংবদন্তি অজি অধিনায়ককে নিয়ে অসন্তোষ জানালেও তা পাত্তাই দিচ্ছেন পেইন।
সিডনি টেস্টে ব্যাট-বল ছাড়াও কথার লড়াইয়ে জড়িয়ে পড়েছিল অস্ট্রেলিয়া ও ভারত। এরই ধারাবাহিকতায় দু-চার অশালীন কথা পেইনের মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল। বিষয়টি সহজভাবে নেননি গাভাস্কার। পেইনের ক্যাচ হাতছাড়ার বিষয়টি সামনে এনে বলেছিলেন, তার উচিৎ অস্ট্রেলিয়ার নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো এবং কম কথা বলা।
Also Read – রিয়াদ-নাঈমের ব্যাটে হেসেখেলে জিতল মাহমুদউল্লাহ একাদশ
তবে গাভাস্কারের এসব ‘পরামর্শ’ যেন এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দেওয়ার জোগাড় পেইনের। তিনি জানিয়েছেন, গাভাস্কার কী বলছেন তা কোনো প্রভাবই রাখে না অজি খেলোয়াড়দের উপর।
পেইন বলেন, ‘আমি এটা নিয়ে ভাবছি না। সুনীল গাভাস্কারের সাথে তর্কে জড়িয়ে আমি নিশ্চয়ই জিততে পারব না। তিনি তার অভিমত ব্যক্ত করেছেন, এটা আমাদের কারও উপর প্রভাব ফেলছে না।’
পেইন এ-ও জানিয়েছেন, ভবিষ্যতেও চাইলে গাভাস্কার তার নীতিবাক্য আওড়ে যেতে পারেন; তাতেও কান দেবেন না অস্ট্রেলীয় ক্রিকেটাররা! তিনি বলেন, ‘গাভাস্কার যা বলতে চান তা বলে যেতে পারেন। দিনশেষে আমাদের কিছু করার নেই।’
প্রতিপক্ষের সাথে আজেবাজে কথা বলে সমালোচিত হয়েছেন। পেইনের ‘দুঃসময়ে’ ফোড়ন কেটেছে আম্পায়ারকে গালি দেওয়া আর গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ হাতছাড়া করা। এতসব কীভাবে সামলাচ্ছেন? পেইন বলেন, ‘আমি নিজের উপর মনোযোগ দেখে দলকে নেতৃত্ব দিচ্ছি। খেলাটাই এমন, যা কিছু নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ন্ত্রণ করতে হবে। এটা করলেই আমরা ভালো অবস্থানে থাকব।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।