জয় দেখছে অস্ট্রেলিয়া, প্রাণপণে লড়ছে ভারত
সিডনি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া। শেষ দিনে ভারতের ৮টি উইকেটের পতন ঘটাতে পারলেই ফের সিরিজে এগিয়ে যাবে টিম পেইনের দল। অন্যদিকে আজিঙ্কা রাহানের দলকে ম্যাচ বাঁচাতে হলে ব্যাট করতে হবে পুরো দিন, জিততে প্রয়োজন ৩০৯ রান।
চতুর্থ দিন ৬ উইকেতে ৩১২ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেনের ধ্রুপদী ব্যাটিংয়ের দেখা মিলেছে দ্বিতীয় ইনিংসেও। লাবুশেন এবারো পাননি শতক, স্মিথও থেমেছেন শতকের কাছাকাছি গিয়ে। লাবুশেন ১১৮ বলে ৭৩ রান করে বিদায় নিলে ভাঙে তৃতীয় উইকেটে দুজনের ১০৩ রানের জুটি। খানিক পর বিদায় নেন ম্যাথু ওয়েড।
Also Read – সিনেমায় ইরফান পাঠান, মুক্তি পেল টিজার
তখনো স্মিথ তার কথা রাখার ইঙ্গিত দিচ্ছেন- শতক আসবে বুঝি দুই ইনিংসেই! কিন্তু তা হতে দিলেন না রবিচন্দ্রন অশ্বিন। দলীয় ২০৮ রানে স্মিথকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। তার আগে ১৬৭ বলের মোকাবেলায় ৮১ রান করেন স্মিথ।
স্মিথের বিদায়ের পর অধিনায়ক টিম পেইনকে নিয়ে চেষ্টা চালিয়ে যান ক্যামেরন গ্রিন। গ্রিনও হাঁটছিলেন শতকের পথে, কিন্তু পরিণতিও স্মিথের মতই। ১৩২ বলে ৮৪ রান করে সাজঘরে ফিরলে ইনিংসে ঘোষণা করে সাজঘরের পথ ধরেন ৩৯ রান অপরাজিত পেইনও। ভারতের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন নবদ্বীপ সাইনি ও রবিচন্দ্রন অশ্বিন।
জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরুই এনে দিয়েছিলেন ভারতের দুই ওপেনার। রোহিত পেয়ে যান অর্ধশতকও। কিন্তু শেষ বেলায় নিজের উইকেটটা বাঁচাতে পারেননি। ৯৮ বলে ৫২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ক্রিকেতে ফিফটি পাওয়া রোহিত। শুবমান গিলও শেষবেলায় উইকেট খুইয়ে আসেন। ৬৪ বলে ৩১ রান করা গিলের বিদায়ের পর দিন পার করেছেন যথাক্রমে ৯ ও ৪ রানে অপরাজিত চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানে।
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৩৩৮/১০ (১০৫.৪ ওভার)
স্মিথ ১৩১, লাবুশেন ৯১, পুকোভস্কি ৬২
জাদেজা ৬২/৪, সাইনি ৬৫/২, বুমরাহ ৬৬/২
ভারত ১ম ইনিংস : ২৪৪/১০ (১০০.৪ ওভার)
পূজারা ৫০, গিল ৫০
কামিন্স ২৯/৪, হ্যাজলউড ৪৩/২
অস্ট্রেলিয়া ২য় ইনিংস : ৩১২/৬ (৮৭ ওভার)
গ্রিন ৮৪, স্মিথ ৮১, লাবুশেন ৭৩
সাইনি ৫৪/২, অশ্বিন ৯৫/২
ভারত ২য় ইনিংস : ৯৮/২ (৩৪ ওভার)
রোহিত ৫২, গিল ৩১, পূজারা ৯*, রাহানে ৪*
হ্যাজলউড ১১/১, কামিন্স ২৫/১
জয়ের জন্য ভারতের প্রয়োজন ৩০৯ রান।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।