নড়াইলে শিরোপা জিতলেন আশরাফুল-জিয়ারা
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ব্যবস্থাপনায় নড়াইলে সম্পন্ন হয়েছে বিজয় দিবস বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। জমজমাট আসরের শিরোপা জিতেছে এসএম সুলতান একাদশ।
মঙ্গলবার (১২ জানুয়ারি) টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এসএম সুলতান একাদশের মুখোমুখি হয় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে এসএম সুলতান একাদশ। দলের পক্ষে ১৫ রান করেন মোহাম্মদ আশরাফুল।
Also Read – নতুন প্রতিযোগিতায় টিকতে নিজেকে উজাড় করে দিচ্ছেন সাইফউদ্দিন
জবাবে ব্যাট করতে নেমে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ একাদশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান জড়ো করে। ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন জাতীয় দলের তারকা সাব্বির রহমান। তবে মাত্র ৮ রানের জন্য অর্ধশতক হাতছাড়ার আক্ষেপ নিয়ে ৪২ রান করে সাজঘরে ফেরেন। শেষপর্যন্ত অল্পের জন্য জয়ের দেখা পায়নি সাব্বিরদের দল।
বল হাতেও ভালো করেছেন আশরাফুল। জাতীয় দলের সাবেক অধিনায়ক টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচেও মেডেন ওভার করেন।
ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। মাশরাফি বিন মুর্তজা ছাড়াও মাঠে উপস্থিত ছিলেন সিআইডির উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শেখ নাজমুল আলম, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু প্রমুখ। টুর্নামেন্টে অংশ নিয়েছিল মত ৫টি দল।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।