পিএসএলে দল পাননি বাংলাদেশের কেউ
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার- এ চার ক্যাটাগরিতেই বাংলাদেশের ক্রিকেটার ছিল। কিন্তু কারো প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন তামিম ইকবাল। যদিও এ আসরে প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না তিনি। তবে প্লেয়ার্স ড্রাফটে থাকা মুস্তাফিজুর রহমান আর মাহমুদউল্লাহ রিয়াদের ছিল পিএসএল খেলার অভিজ্ঞতা।
পিএসএলের ষষ্ঠ আসর শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি। আসরের উদ্বোধনী ম্যাচে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন করাচি কিংস। এই ম্যাচের ভেন্যু করাচির ন্যাশনাল স্টেডিয়াম। ২২ মার্চ গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।
Also Read – ছিটকে গেলেন মঈন, বিকল্পের খোঁজে ইংল্যান্ড
করোনার কথা মাথায় রেখে বাড়ানো হয়নি ভেন্যু, ম্যাচগুলো আয়োজন করা হবে দুই ভেন্যু করাচি ও লাহোরে। করোনা পরিস্থিতি বিচার করে সরকারি নির্দেশনা অনুযায়ী গ্যালারিতে দর্শকদের প্রবেশাধিকার দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
পিএসএলের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটের জন্য সবচেয়ে বেশি মূল্যের প্লাটিনাম ক্যাটাগরির ২৫ বিদেশি খেলোয়াড়ের তালিকা প্রকাশ করে পিসিবি। সেই তালিকায় ছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।
এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ডায়মন্ড ক্যাটাগরিতে; আবুল হাসান, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেন, অলক কাপালি, জুবায়ের হোসেন লিখন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, সানজামুল ইসলাম ও তাসকিন আহমেদ গোল্ড ক্যাটাগরিতে এবং আবু সায়েম চৌধুরী, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, মনির হোসেন, নাসুম আহমেদ ও রাফসান আল মাহমুদ সিলভার ক্যাটাগরিতে ড্রাফটে স্থান পেয়েছিলেন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
1 Comment
I loved as much as you will receive carried out right here. The sketch is tasteful, your authored subject matter stylish. nonetheless, you command get bought an impatience over that you wish be delivering the following. unwell unquestionably come more formerly again since exactly the same nearly a lot often inside case you shield this increase.