বাংলাদেশ সফর সহজ হবে না, বলছেন ব্র্যাথওয়েট
বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়কের দায়িত্ব পাওয়া ক্রেইগ ব্র্যাথওয়েট মনে করেন, সফরকারী দল হিসেবে বাংলাদেশের মাটিতে ভালো করা সহজ হবে না তার দলের জন্য। বাংলাদেশ সফরের উদ্দেশে দেশ ছাড়ার আগে তিনি এমন অভিমত ব্যক্ত করেন।
বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে ক্যারিবীয়রা। তার আগে দুই দল লড়বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ব্র্যাথওয়েট আছেন টেস্ট সিরিজে সফরকারী দলের নেতৃত্বে।
Also Read – বাংলাদেশকে ‘বিশ্বের সবচেয়ে দুর্বল দল’ আখ্যা সাবেক ক্রিকেটার রোজের
প্রায় নতুন ও অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশে ভালো করা সহজ হবেন না, জানেন ব্র্যাথওয়েট। তবে চ্যালেঞ্জ গ্রহণ করতে মুখিয়ে আছে তার দল। তিনি বলেন, ‘আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি। বাংলাদেশের বিপক্ষে সিরিজটি সহজ হবে না। তবে আমাদের আত্মবিশ্বাস আছে এবং আমরা বিশ্বাস করি ভালো করব। আমাদের কিছু সদস্য এবারই প্রথম বাংলাদেশে খেলবে। কিন্তু তারা মেধাবী এবং এই পর্যায়ে পারফর্ম করার সামর্থ্য রাখে।’
টেস্টে ধৈর্য অনিবার্য, বিশেষ করে অচেনা কন্ডিশনে। উপমহাদেশ বা বাংলাদেশের কন্ডিশন ওয়েস্ট ইন্ডিজের কাছে অপরিচিত। অনভ্যস্ত উইকেট আর পরিবেশে ভালো করতে হলে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন এবং ধৈর্য রাখার বিকল্প দেখছেন না ব্র্যাথওয়েট।
তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা পরিস্কার হতে হবে, ব্যাটিং বোলিং দুই বিভাগেই। আমাদের জানতে হবে কীভাবে আমরা খেলতে চাই, কীভাবে রান করব এবং কীভাবে উইকেট তুলে নিব। ধৈর্য সবচেয়ে বড় ভূমিকা রাখবে। টেস্ট ক্রিকেটে, বিশেষ করে বাংলাদেশের পিচে গুরুত্বপূর্ণ।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।