ভাগ্যিস, পেইন পাকিস্তানের হয়ে খেলছিল না : কামরান
সিডনি টেস্টে অধিনায়ক টিম পেইনের পিচ্ছিল গ্লাভস অস্ট্রেলিয়ার জয়বঞ্চিত থাকার বড় কারণ। টেস্টের শেষদিনে ভারতের দৃঢ় ব্যাটিংয়ের পাশাপাশি ম্যাচ ড্র হওয়ায় বড় ভূমিকা ছিল পেইনের হাতছাড়া করা ক্যাচগুলোর। তা দেখে পাকিস্তানের উইকেটরক্ষক কামরান আকমল ভাবছেন, এমন ভুল তিনি করলে কী অবস্থা হত!
উইকেটের পেছনে দৃষ্টিকটু ভুলের জন্য বেশ পরিচিত কামরান। তাকে নিয়ে হাসাহাসিও কম হয় না। তবে কামরানের দাবি, দলটা পাকিস্তান হলেই ঠাট্টা বেশি হয়। পেইন পাকিস্তানের হয়ে খেলেন না বলে তার স্বস্তির নিঃশ্বাস ফেলা উচিৎ- এমনই ইঙ্গিত দিয়েছেন কামরান।
Also Read – তাসকিনের হাতে ‘৩’ সেলাই, ‘৭২’ ঘণ্টা পর্যবেক্ষণে
তিনি বলেন, ‘আমি খুশি যে ম্যাচটাতে পাকিস্তান খেলছিল না। পাকিস্তান ছিল না ভাগ্যিস, নাহলে তারা অনেক কিছু বলত। আগে আমাকে নিয়ে যারা অনেক কথা বলেছে তারা এখন কী বলে আমি দেখব। সিডনিতে রোমাঞ্চকর এক টেস্ট ছিল এবং অস্ট্রেলিয়া অনেক চেষ্টা করেছে জেতার। ম্যাচের কোনো পর্যায়েই তারা জয়ের সুযোগ হারায়নি। তাদের এই লড়াকু মানসিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
সহজ ক্যাচ হাতছাড়ার অনেক দৃষ্টান্ত আছে যার, সেই কামরান অজিদের জয় হাতছাড়ার পেছনে ক্যাচ হাতছাড়াকেই দায়ী করছেন। তবে পেইনের পাশে দাঁড়াতেও ভুলেননি ক্যারিয়ারজুড়ে অনেকবার এই পরিস্থিতির ভুক্তভোগী। তিনি বলেন, ‘ক্যাচগুলো ধরতে পারলে অস্ট্রেলিয়া ম্যাচটা জিততে পারত। এমন ফিল্ডিং ম্যাচ জিততে দেয়নি। মাঠে ভালো ও খারাপ দিন দুটোই আসতে পারে। অস্ট্রেলীয়দের বিশেষত্ব হল তারা এত বেশি ভুল করে না। কিন্তু একটি দিনেই সব ভুল করে বসে। টিম পেইন ভালো করতে পারেনি। তবে এমনটা হয়। সব কিপারই ক্যাচ হাতছাড়া করে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।