মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে শোয়েব মালিক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট ছিল রবিবার (১০ জানুয়ারি)। ড্রাফট শেষ করে বাড়ি ফিরছিলেন শোয়েব মালিক। পথেই মারাত্মক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় শোয়েব মালিকের ব্যক্তিগত গাড়ির সামনের অংশ একদম দুমড়েমুচড়ে গেছে।
রীতিমত ভাগ্যগুনে বেঁচে গেছেন মালিক- এমনটি বলা যেতেই পারে। রবিবার রাতে লাহোরে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় তার স্পোর্টস কারের। ট্রাকটি অবশ্য স্থিরই ছিল, রাখা ছিল একটি রেস্তোরাঁর পাশে। ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারের পাশে পার্কিংয়ে ছিল। মালিকের গাড়ি সজোরে ধাক্কা দেয় সেই ট্রাকের পেছনের অংশে।
Also Read – পিএসএলে দল পাননি বাংলাদেশের কেউ
তাতে ট্রাকের তেমন ক্ষতি না হলেও মালিকের কারের সামনের অংশ ভেঙে চুরমার। প্রত্যক্ষদর্শীদের দাবি, মালিক দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছিলেন তার স্পোর্টস কার। ট্রাকের সামনে পড়ে গেলেও গতি আর নিয়ন্ত্রণ করতে পারেননি। ফলাফল এই ভয়াবহ দুর্ঘটনা। কাকতালীয়ভাবে সামনের অংশ ভেঙে গেলেও কারের ড্রাইভিং সিটের দিকে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাই কোনো আঘাত লাগেনি মালিকের। তিনি গাড়ি থেকে বের হওয়ার সময় উপস্থিত অনেকে ভিডিও করতে চেয়েছিলেন। তবে মালিক তাদের ভিডিও না করার অনুরোধ জানান।
মালিকের সাথে গাড়িতে ওয়াহাব রিয়াজও ছিলেন বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে অক্ষত আছেন ওয়াহাবও, সুস্থভাবেই বের হতে পেরেছেন গাড়ি থেকে। শোয়েব মালিক অবশ্য এখনো দুর্ঘটনার বিষয়ে মুখ খুলেননি। তবে তিনিও সুস্থ আছেন বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।
Shoaib Malik perfectly fine,
Car accident but thank God he is fine, Car badly damaged. pic.twitter.com/iU4NtumKxY— Abdul Ghaffar (@GhaffarDawnNews) January 10, 2021
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।