গোলাপগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী ও জনবান্ধব রাজনীতিবিদ হাজী আব্দুল অদুদ গতকাল বৃহস্পতিবার,৩রা সেপ্টেম্বর, রাত ৩:৩০মিনিটের সময় চৌঘরীস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন।অত্যন্ত সৎ ও অমায়িক এই মানুষ পেশায় একজন দর্জি হলেও তাঁর নেশা ও মননে ছিলো সমাজ ও মানুষের উপকার করা।রাজনীতির লেবাসে অপরাজনীতিতে জড়িয়ে নেতারা যখন জেল খাটেন সেই যুগে তিনি আদর্শে অবিচল থেকে একটি জৌলুসহীন সাদামাটা জীবন কাটিয়েছেন। গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগকে সবচেয়ে দীর্ঘ মেয়াদে নেতৃত্ব দেন।বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনে দিক্ষিত হাজী আব্দুল অদুদ আওয়ামী রাজনীতি করলেও পুরো উপজেলাজোড়ে রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের কাছে নিজগুনে শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হোন।দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।তিনি গোলাপগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি,রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির শিক্ষানুরাগী সদস্য সহ চৌঘরী গোয়াসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মৃত্যুবদি দায়িত্বে ছিলেন।তাঁর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষানুরাগী ও সমাজসেবী ছালেহ আহমদ খাঁন এমবিই(Member of the order of the British Empire),ব্যবসায়ী ও সমাজসেবী হাজী তমজ্জুল আলী তুতা মিয়া, লেখক ও গবেষক ফারুক আহমদ, লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান, রাজনীতিবিদ শেখ আতিকুল ইসলাম, কমিউনিটি নেতা হেলিম আহমদ, শিক্ষানুরাগী, ওয়াহাব প্লাজার স্বত্ত্বাধিকারী হাজী হোসেন আহমদ, সমাজসেবী মাওলানা হাজী শওকত আলী, রাজনীতিবিদ সায়েদ আহমদ সাদ প্রমুখ।
Member of the Order of the British Empire
Member of the Order of the British Empire