latest

সব গানের স্বত্ব বেচে দিলেন বব ডিলান – এখন সময়


বিখ্যাত গায়ক, গীতিকার, সুরকার বব ডিলান তার সব গানের স্বত্ব বিক্রি করে দিয়েছেন। প্রায় ৬০ বছর ধরে গাওয়া ও সুর করা তার ৬০০ টির বেশি গানের স্বত্ব ইউনিভার্সাল মিউসিক পাবলিশিং গ্রুপকে দিয়ে দিয়েছেন এই মার্কিন গায়ক। খবর সিএনএনের।

বব ডিলন ও ইভনির্ভার্সালের মধ্যকার চুক্তির বিষয়টি সোমবার প্রকাশিত হয়। কত টাকায় ডিলন এসব গান বেচেছেন তা এখনও নিশ্টিত হওয়া যায়নি। তবে নিউইয়র্ক টাইমস বলছে কম করে হলেও ৩০০ মিলিয়ন ডলারের বিনিময়ে স্বত্ব ছেড়েছেন জনপ্রিয় এই গায়ক।

ডিলন ১৯৬০-এর দশক থেকে পাঁচ দশকেরও অধিক সময় ধরে জনপ্রিয় ধারার মার্কন সঙ্গীতের অন্যতম প্রধান পুরুষ হিসেবে প্রতিষ্ঠিত। ডিলানের শ্রেষ্ঠ কাজের মধ্যে অনেকগুলো ১৯৬০ দশকে রচিত হয়েছে। এসময় তিনি আমেরিকান অস্থিরতার প্রতীক বিবেচিত হতেন। তিনি পৃথিবীর প্রথম গীতিকার যিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন।

এ ব্যাপারে ইউনিভার্সাল মিউজিক গ্রুপের প্রধান স্যার লুসিয়ান গ্রেইঞ্জ গণমাধ্যমকে জানিয়েছেন, ডিলানের গানের স্বত্ব পাওয়া ইউনিভার্সাল মিউজিকের বড় অর্জন।

যুক্তরাষ্ট্রের মিন্নেসোটা অঙ্গরাজ্যে জন্ম নেওয়া বব ডিলানের আনসল নাম রবার্ট জিমারম্যান। তিনি ৬০ এর দশকে গানের জগতে প্রবেশ করেন। তিনি লোক সংগীতের সঙ্গে প্রতিবাদী গান এবং সাইকেডেলিক কবিতার এক অপূর্ব সমন্বয় উপহার দিয়েছিলেন। দিনকে দিন বব ডিলান কাউন্টার কালচারের একজন মুখপাত্র হিসেবে নিজেকে হাজির করেছিলেন।

তার নিজের নামে প্রথম অ্যালবাম বেরিয়েছিল ১৯৬২ সালে। ডেভিড বাউইয়ি’র মতো শিল্পী বা বিটলসের মতো বিশ্বনন্দিত ব্যান্ডের ওপর ডিলানের ব্যাপক প্রভাব রয়েছে।Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *