latest

আল-আমিন জুনিয়রকে দলে নিল ঢাকা


ঘরোয়া ক্রিকেটের বেশ পরিচিত মুখ আল-আমিন জুনিয়র। তবে শুরুতে চলমান বঙ্গবন্ধু কাপে দল পাননি তিনি। আজ (বুধবার) হঠাৎ করে জানা গেল, টুর্নামেন্টের শেষ ভাগে এসে বেক্সিমকো ঢাকায় নাম লিখিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

বেক্সিমকো ঢাকায় নাম লেখালেন আল-আমিন জুনিয়র
বেক্সিমকো ঢাকায় নাম লেখালেন আল-আমিন জুনিয়র

 

Also Read – ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের সূচি চূড়ান্ত; নেই কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা

৪৯টি প্রথম শ্রেণীর ম্যাচে ২৫০০ এর উপরে রান করেছেন আল-আমিন জুনিয়র। ৯০টি লিস্ট-এ ম্যাচে ২৮০৬ ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচে নামের পাশে ৩৩৬ রান জমা করেছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। ব্যাটিংয়ের পাশাপাশি অফ-স্পিনটাও খারাপ করেন না আল-আমিন। সবে মিলে ৭৮টি উইকেট আছে তার সংগ্রহে।

বঙ্গবন্ধু কাপের শুরুতে দল না পেলেও শেষ ভাগে এসে বেক্সিমকো ঢাকায় নাম লিখিয়েছেন আল-আমিন। দলভুক্ত হবার খবর বিডিক্রিকটাইমকে আল-আমিন নিজেই নিশ্চিত করেছেন।

আল-আমিন বলেন, ‘আমি ঢাকা দলের সঙ্গে যোগ দিয়েছি। আমি আসলে নির্দিষ্ট করে জানি না কারো পরিবর্তে আমাকে নেওয়া হয়েছে কীনা। তবে আজই আমি যোগ দিয়ে দলের সঙ্গে অনুশীলন করেছি।’

‘গতকাল (মঙ্গলবার) সকালে আমার কোভিড টেস্ট হয়। টেস্টের পর অ্যাকাডেমি ভবনে আইসোলেশনে ছিলাম। এরপর রাতে ফলাফল আসে নেগেটিভ। তো রাতে আর হোটেলে যায়নি। আজ সরাসরি অ্যাকাডেমি ভবন থেকে অনুশীলনের যোগ দিয়েছি।’- যোগ করেন তিনি।

এই টুর্নামেন্টে খেলা ঢাকার পেসার মেহেদী হাসান রানা বর্তমানে আইসোলেশনে আছেন। গত চার-পাঁচদিন ধরে ঠাণ্ডা-জ্বরে ভুগছেন তিনি। যদিও প্রথম পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে তার। দ্বিতীয় কোভিড টেস্ট হবে আরো কয়েকদিন পর। ঢাকার দলীয় সূত্র থেকে জানা গেছে, রানার পরিবর্তেই আল-আমিনকে দলে নেওয়া হয়েছে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *