latest

বলে কয়ে তো আর ইঞ্জুরি আসে না : সাইফউদ্দিন


বলে কয়ে তো আর ইঞ্জুরি আসে না : সাইফউদ্দিন

চোট আর মোহাম্মদ সাইফউদ্দিন যেন হয়ে উঠছেন একে অন্যের সমার্থক। বারবার চোটের শিকার হওয়ার কারণে অনেকে সাইফউদ্দিনকে তুলনা করেন মাশরাফি বিন মুর্তজার সাথে। আরেক দিক থেকে তাকে মাশরাফির সাথে তুলনা করা যেতে পারে- সাহসের সাথে সব চোট মোকাবেলা করে মাঠে ফেরা। 

বলে কয়ে তো আর ইঞ্জুরি আসে না  সাইফউদ্দিন

চোটের কারণে সর্বশেষ বিপিএল খেলা হয়নি সাইফউদ্দিনের। বিপিএলকে ধরা হয় বাংলাদেশের সবচেয়ে দর্শকপ্রিয় আসর। এবার বিপিএল হবে না, তবে বিপিএলের আদলেই চলছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টের শুরুতেও চোটে পড়েছিলেন সাইফউদ্দিন।

Also Read – প্লে-অফে যেতে রাজশাহী-বরিশালের সামনে যে সমীকরণ

গত ২২ নভেম্বর মিরপুর একাডেমি মাঠে মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে অনুশীলনের সময় ওয়ার্ম আপের সময় চোট পান সাইফউদ্দিন। মাঠেই নিয়েছিলেন প্রাথমিক চিকিৎসা। তবে মাঠ ছাড়তে হয়েছিল ক্রাচে ভর দিয়ে। এরপর এই চোটের জন্য বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি। এখন খেলায় থাকলেও পুরনো ছন্দ খুঁজে পাননি। সাইফউদ্দিনের অভিমত, চোট সারিয়ে মাঠে ফেরার পর ছন্দ ফিরে পেতে একটু সময় লাগবে।

তবে যে চোটের কারণে এবারো টি-টোয়েন্টির মঞ্চে প্রত্যাশা অনুযায়ী নিজেকে প্রমাণ করতে পারলেন না, তা জাগাচ্ছে আক্ষেপ। সাইফউদ্দিন বলেন, ‘যেহেতু প্রেসিডেন্ট কাপে ভালো খেলেছিলাম, ভালো একটা আশা ছিল যে এই টুর্নামেন্টে ভালো কিছু করবো। যাই হোক, বলে কয়ে তো আর ইনজুরি আসে না… তারপরও একটা ইনজুরি থেকে উঠে এসে আবার ভালো ক্রিকেট খেলা, আগের শেপে আসা কিছুটা তো সময় লাগে।’

‘চেষ্টা করছি নিজের শতভাগ দেয়ার। হয়ত অনেক সময় হবে, অনেক সময় হবে না। চেষ্টা রয়েছে আমার।’– বলেন সাইফউদ্দিন।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: