‘পরিস্থিতির কারণে’ ক্যারিবীয়দের প্রতি কঠোর হতে পারছে না বিসিবি
আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল। করোনা ভীতি কাটিয়ে বাংলাদেশ দল এই সিরিজ দিয়েই ফিরবে আন্তর্জাতিক ক্রিকেটে। একইসাথে বাংলাদেশেও ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট।

আইসিসির পূর্বনির্ধারিত এফটিপি অনুযায়ী, এই সফরে তিনটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার কথা ছিল ক্যারিবীয়দের। সাথে বিসিবি যোগ করতে চেয়েছিল একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি খেলতে আপত্তি তো জানিয়েছেন, একটি টেস্টও কমানোর জন্য বলেছে। প্রসঙ্গত, তিন ম্যাচ টেস্ট সিরিজে দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
টি-টোয়েন্টি সিরিজ ও একটি টেস্ট না খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজের দাবির বিরোধিতা করতে পারছে না বাংলাদেশ। বিসিবি পরিচালক ও বোর্ডের শীর্ষ কর্তা খালেদ মাহমুদ সুজন জানালেন, পরিস্থিতির কারণে ক্যারিবীয়দের জোরজবরদস্তি করতে পারছেন না তারা।
Also Read – ইংল্যান্ডের টেস্ট দলে নেই স্টোকস-আর্চার, ফিরেছেন মঈন
সুজন বলেন, ‘টি-টোয়েন্টি আমরা মনে হয় খেলছি না। কারণ ওয়েস্ট ইন্ডিজ খেলতে চাচ্ছে না, ওরা সফরটা সংক্ষিপ্ত করতে চাচ্ছে। ওদের টি-টোয়েন্টি দল যেহেতু একদম ভিন্ন সেহেতু আলাদা করে উড়িয়ে আনা… হয়ত এসব সমস্যা থাকতে পারে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আসছে এটাই আমাদের জন্য বড় ব্যাপার হবে।’
টি-টোয়েন্টি সিরিজ না হওয়ার পাশাপাশি একটি টেস্টও কমে যেতে পারে জানিয়ে সুজন আরও বলেন, ‘একটা টেস্ট ম্যাচও কমে যেতে পারে। আসলে বিশ্বজুড়ে পরিস্থিতিটা এমন যে কিছু ক্ষেত্রে আমরা কঠোরও হতে পারছিনা। আপনারা জানেন লম্বা সময় কোয়ারেন্টাইনে থাকাটা মানসিকভাবে কতটা কঠিন ক্রিকেটারদের জন্য।’
‘এটা সহজ নয়। মাঠে তারা খেলছে কিন্তু সারাদিন মাঠে আর হোটেলে বন্দী এই জীবনটা আসলে কারও জন্যই সুখকর না। তারপরও ওয়েস্ট ইন্ডিজ আসুক, দুইটা হোক তিনটা হোক টেস্ট খেলুক। আমাদের ছেলেরা টেস্ট ক্রিকেটে ফিরবে এটাই বড় জিনিস।’– বলেন সুজন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
ও