latest

অপারেশন টেবিলে যেতে হচ্ছে নাঈমকে


অপারেশন টেবিলে যেতে হচ্ছে নাঈমকে

চলমান বঙ্গবন্ধু কাপে খেলতে গিয়ে আঙুলে চোট পান স্পিনার নাঈম হাসান। পরবর্তীতে পরীক্ষায় ধরা পড়ে ডান হাতের কনিষ্ঠ আঙুলে চিড়। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে নাঈমকে নিয়ে ঝুঁকিতে যেতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য অপারেশনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

ধারাবাহিক অনুশীলনেই মিলবে পুরনো ছন্দ, বলছেন নাঈম
নাঈম হাসান। ফাইল ছবি

 

Also Read – বঙ্গবন্ধু কাপের সার্থকতা খুঁজে পেয়েছেন সুজন

বঙ্গবন্ধু কাপে খুলনার বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পান চট্টগ্রামের ব্যাটসম্যান মুমিনুল হক। তার ইঞ্জুরির অবস্থা এতটাই গুরুতর ছিল যে, টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পাশাপাশি ছুরিকাঁচির নিচে যেতে হয়েছে তাকে। কিছুদিন আগে ইঞ্জুরিতে পড়েছেন বরিশালের পেসার আবু জায়েদ রাহী। তিনিও এই টুর্নামেন্টে আর খেলতে পারছেন না।

গত বৃহস্পতিবার খুলনার মুখোমুখি হয়েছিল বেক্সিমকো ঢাকা। সেই ম্যাচে অবশ্য একাদশে ছিলেন না ঢাকার স্পিনার নাঈম। তবে বদলি হিসেবে ফিল্ডিংয়ে নেমেছিলেন। সেটাই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান তিনি।

নাঈমের ডান হাতের কনিষ্ঠ আঙুলে পাওয়া চোট শুরুতে গুরুতর মনে না হলেও পরীক্ষার পর সেখানে চিড় ধরা পড়ে। এরপর জানা যায়, বঙ্গবন্ধু কাপে আর খেলতে পারবেন না। ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে নাঈমের চোট কপালে চিন্তার ভাজ ফেলেছে বিসিবির। এজন্য এই তরুণ অফ স্পিনারকে দ্রুত মাঠে ফেরাতে অপারেশনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড।

টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে গেলেন নাঈম হাসান
ক্যাচ নিতে গিয়ে পাওয়া আঙুলের চোটে টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে যান নাঈম হাসান।

জানা গেছে, অপারেশনের পর নাঈমের মাঠে ফিরতে ২১ দিনের মতো সময় লাগতে পারে। তবে সেই অপারেশন দেশে হবে নাকি বিদেশে হবে তা এখনো ঠিক করেনি বিসিবি।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘নাঈমের আঙুলের চিড়টা বড়। যে কারণে ওর অস্ত্রোপচার প্রয়োজন। তবে সেটি আমরা দেশে নাকি বিদেশে করাবো, এখনো ঠিক করিনি। সোমবার আলোচনা হবে।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *