ট্রাম্প বলেছিলেন যে ইলেক্টোরাল কলেজের ভোটে বাইডেন জয়ী হলে তিনি জানুয়ারিতে অফিস ছেড়ে যাবেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইলেক্টোরাল কলেজের ভোটেও জয় হয়েছে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের। নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ২৩২ ইলেক্টোরাল কলেজ ভোটের বিপরীতে বাইডেন ৩০৬ ভোটে জয় নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা অনুযায়ী ভোটাররা আসলে ব্যালটে ভোট দিয়ে “ইলেক্টরস” নির্বাচিত করে যারা নির্বাচনের পর আনুষ্ঠানিকভাবে প্রার্থীকে ভোট দিয়ে থাকেন। সাধারণত ইলেক্টররা খুব বেশি আলোচনায় আসেন না। কিন্তু এবার নির্বাচনের ফল নিয়ে ট্রাম্প ক্রমাগত প্রশ্ন তোলা এবং আইনি পদক্ষেপসহ নানাভাবে ফল পাল্টানোর চেষ্টা করার কারণে প্রতি রাজ্যের ভোটের দিকেই নজর ছিলো সবার।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, সোমবার (১৪ ডিসেম্বর) মূলত ক্যালিফোর্নিয়ার ৫৫ জন ইলেক্টরস এর মাধ্যমেই বাইডেনের ২৭০ ভোট নিশ্চিত হয়ে গিয়েছিলো।
এদিকে ভোটের ফল ওয়াশিংটন ডিসিতে পাঠানো হবে এবং কংগ্রেসের যৌথ অধিবেশনে আগামী ৬ই জানুয়ারি আনুষ্ঠানিক গণনা হবে। ওই অধিবেশনে সভাপতিত্ব করবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এটাই আগামী ২০ জানুয়ারি বাইডেনের শপথ নেয়ার পথ তৈরি করবে।
এর আগে গত মাসে ট্রাম্প বলেছিলেন যে ইলেক্টোরাল কলেজের ভোটে বাইডেন জয়ী হলে তিনি জানুয়ারিতে অফিস ছেড়ে যাবেন।
সূত্রঃ ঢাকা ট্রিবিউন
1 Comment
Its like you read my mind! You appear to know a lot about this, like you wrote the book in it or something. I think that you could do with some pics to drive the message home a little bit, but instead of that, this is magnificent blog. A great read. I will definitely be back.