latest

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে নেই কোহলি


উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে নেই কোহলি

বর্ষসেরা টেস্ট দলের পর বর্ষসেরা ওয়ানডে দল প্রকাশ করেছে উইজডেন। যদিও ঘোষিত দলে জায়গা হয়নি বিরাট কোহলির। ব্যাট হাতে ভারতীয় অধিনায়ক এ বছরও ভালো সময় কাটালেও পাননি কোনো শতক। তার নাম না থাকায় অবাক হয়েছেন অনেকেই। 

দুইজনের সাথে ব্যাটিং উপভোগ করেন কোহলি

কোহলির নাম ছিল না উইজডেনের বর্ষসেরা টেস্ট দলেও। তবে ওয়ানডে দলে অনেকেই তাকে প্রত্যাশা করেছিলেন। ১১ বছর পর ২০২০ সালে শতকবিহীন ওয়ানডে বর্ষ কাটিয়েছেন কোহলি। তবে ব্যাট হাতে তিনি নিষ্প্রভ ছিলেন- এমনও বলার সুযোগ নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে কয়দিন আগেই সম্পন্ন হওয়া ওয়ানডে সিরিজেও চওড়া ছিল কোহলির ব্যাট।

Also Read – ভিজে গেলে গোলাপি বল সাবানের মত পিছলে যায় : রাহী

উইজডেনের ওয়ানডে একাদশে নেই বাংলাদেশের কেউ। টেস্ট একাদশে ভারতের কেউ না থাকলেও ওয়ানডে একাদশে আছেন লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। দলের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের নাম। অস্ট্রেলিয়া থেকে আরও আছেন স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, জশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা।

টেস্ট দলে ওয়েস্ট ইন্ডিজের কেউ বিস্ময়করভাবে না থাকলেও ওয়ানডে দলে আছেন দুইজন- নিকোলাস পুরান ও আলজারি জোসেফ। এছাড়া ইংল্যান্ডের স্যাম বিলিংস ও দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি আছেন উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে।

একনজরে উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দল 

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক) (অস্ট্রেলিয়া), লোকেশ রাহুল (ভারত), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), স্যাম বিলিংস (অস্ট্রেলিয়া) গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), রবীন্দ্র জাদেজা (ভারত), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা), জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া) ও অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)। ‌

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: