প্রস্তুতির ঘাটতি দেখছেন না শান্ত
দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। দীর্ঘ সময় পর আবারো সবাই জাতীয় দলের ড্রেসিংরুমে। এতদিন পর ফিরে আন্তর্জাতিক ক্রিকেটের ছন্দ খুঁজে পাওয়া চাট্টিখানি কথা নয়। তবে প্রস্তুতির কোনো কমতি থাকবে না বলে আশাবাদ টেস্ট ও ওয়ানডে দলের প্রাথমিক স্কোয়াডে থাকা নাজমুল হোসেন শান্তর।
রবিবার (১০ জানুয়ারি) থেকে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। ক্যারিবীয় সিরিজকে সামনে রেখে অনুশীলনের প্রথম দিন গণমাধ্যমকে শান্ত জানান, দীর্ঘদিন পর জাতীয় দলের ছায়ায় ফিরে উচ্ছ্বসিত তারা।
Also Read – ঢাকায় পা রেখে কোয়ারেন্টিনে ক্যারিবীয়রা
শান্ত বলেন, ‘অবশ্যই, অনেক বেশি রোমাঞ্চিত। অনেক দিন পর সবাই আবার একসাথে ন্যাশনাল ক্যাম্পে জয়েন করছি। খুব ভালো একটা প্র্যাকটিস সেশনও হয়েছে, উপভোগ করছি। সবার সাথে অনেক দিন পর দেখা হলো।’
শান্তরা অবশ্য ক্রিকেটের বাইরে ছিলেন না। বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলেছেন ক্যাম্পে থাকা সবাই-ই। তবুও জাতীয় দলের ক্যাম্প বলে আমেজটাই অন্যরকম। এবার শুধু জম্পেশ প্রস্তুতির পালা।
শান্ত জানান, ‘গত টুর্নামেন্টে আমরা একসাথে ছিলাম। কিন্তু একসাথে (জাতীয় দলের) ড্রেসিংরুম শেয়ার করাটা অনুভূতি ভিন্ন। আন্তর্জাতিক ক্রিকেট ক্রিকেটে এক বছর পর আমরা খেলবো। আমি মনে করি প্রস্তুতি মোটামুটি ভালোই হয়েছে, দুইটা টুর্নামেন্ট খেলেছি। প্র্যাকটিসে আমরা ওই জিনিসগুলো নিয়েই আলাপ আলোচনা করছি। আমাদের প্র্যাকটিস ম্যাচও হবে। এই প্র্যাকটিস ম্যাচগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমার মনে হয় খুব বেশি একটা সমস্যা হবে না।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।