আম্পায়ারকে গালি দিয়ে শাস্তি পেলেন পেইন
ক্রিকেট মাঠে মেজাজ হারানোর ঘটনা নতুন কিছু নয়। তবে মাঝেমাঝে মাত্রা ছাড়িয়ে যান ক্রিকেটাররা। শাস্তিটাও তখন ভবিতব্য। এবার আম্পায়ারকে অশালীন ভাষায় গালি দিয়ে শাস্তি পেয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন।
সিডনিতে চলছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী ভারতের মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ। ভারতের প্রথম ইনিংসে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ পেইন গালি দিয়ে বসেন, যা স্পষ্ট ধরা পড়ে স্টাম্প মাইকে। ফলাফল যা হওয়ার তাই হল। টেস্ট চলাকালেই শাস্তি হিসেবে জরিমানা করা হয়েছে অস্ট্রেলীয় অধিনায়ককে।
Also Read – সরকারের অনুমতি সাপেক্ষে অনুশীলনের সুযোগ পাবে ক্যারিবিয়ানরা
গত শনিবার (৯ জানুয়ারি) ভারতের প্রথম ইনিংসে ১৩ রানে ব্যাট করছিলেন চেতেশ্বর পূজারা। এলবিডব্লিউর জন্য অজিরা আবেদন করলে আম্পায়াররা সেই আবেদন নাকচ করে দেন। পেইন তখন ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএসের আশ্রয় নেন।
ডিআরএসের বদলায়নি আম্পায়ারের সিদ্ধান্ত। যদিও বল ব্যাটে লেগে প্যাডে লেগেছে বলেও মনে হয়নি। পেইন এতে মেজাজ হারিয়ে অন ফিল্ড আম্পায়ার পল উইলসনের কাছে কারণ জানতে চান। উইলসন জানান, এখানে তার কিছু করার নেই, টিভি আম্পায়ারের সিদ্ধান্ত।
এতেই মেজাজ হারিয়ে ফেলেন পেইন। আম্পায়ারকে অশালীন ভাষা বলে বসেন। স্টাম্প মাইকে তা স্পষ্ট শোনা যায়। এরই প্রেক্ষিতে তার বিরুদ্ধে অভিযোগ আনেন আম্পায়াররা। ম্যাচ রেফারি ডেভিড বুন কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগে পেইনকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেন।
জরিমানা গুনলেও সিডনি টেস্টে অবশ্য জয়ের ভেঁপু শুনছেন পেইন। শেষ দিনে ভারতীয় ব্যাটসম্যানরা অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে না তুললে ফের সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে স্বাগতিক দল।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
1 Comment
Hey just wanted to give you a quick heads up. The text in your post seem to be running off the screen in Safari. I’m not sure if this is a format issue or something to do with browser compatibility but I thought I’d post to let you know. The layout look great though! Hope you get the issue solved soon. Many thanks