বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে তিন বিদেশি আম্পায়ার
করোনার কারণে স্বাগতিক দেশের আম্পায়ার দিয়ে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। কিন্তু বিপত্তি বেঁধেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। মানদণ্ডের বিচারে পিছিয়ে থাকায় বাংলাদেশের আম্পায়াররা টেস্ট আঙিনায় এখনো পা মাড়াতে পারেননি। তাই টেস্ট সিরিজের জন্য বাংলাদেশে বিদেশি আম্পায়ার পাঠাচ্ছে আইসিসি।

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ পরিচালনার জন্য ৩ জন আম্পায়ারকে পাঠাবে আইসিসি। তারা হলেন- রিচার্ড ক্যাটেলবরো, হেনরি চার্লস এলিসন ও কলিন স্টুয়ার্ট টেনান্ট। এদের মধ্যে ক্যাটেলবরো আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার।
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, আসন্ন সিরিজে টেস্ট অফিসিয়াল হিসেবে অভিষেক হতে পারে একজন বাংলাদেশি আম্পায়ারের। তিন বিদেশি আম্পায়ারের সাথে দায়িত্ব পালন করবেন তিনি। তবে বিদেশি তিন আম্পায়ারই ইংলিশ। ব্রিটিশদের বাংলাদেশ সফরের ক্ষেত্রে আছে কোয়ারেন্টিনের কড়া বিধি। বিসিবি তাই মনোযোগ সহকারে ভাবছে আম্পায়ারদের বিষয়টি।
Also Read – ‘ফিক্সিংয়ের দেশ’ শ্রীলঙ্কা নিয়ে ইংল্যান্ডকে বাড়তি সতর্কবার্তা আইসিসির
আইসিসির প্যানেলে বাংলাদেশ থেকে নেই কোনো এলিট আম্পায়ার, নেই ইমার্জিং আম্পায়ারও। আইসিসিকে তাই বাধ্য হয়েই বাংলাদেশে বিদেশি আম্পায়ার পাঠাতে হচ্ছে টেস্ট সিরিজের জন্য। ব্রিটিশ নাগরিকদের কোয়ারেন্টিন ইস্যু যথাসম্ভব শিথিল করতে ইতোমধ্যে সরকারের সাথে আলোচনা করছে বিসিবি।
তবে টেস্ট সিরিজে তিন বিদেশি থাকার সম্ভাবনা থাকলেও ওয়ানডে সিরিজ পরিচালনা করবেন দেশের আম্পায়াররাই। ২০, ২২ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো, যার প্রথম দুই ম্যাচের ভেন্যু ঢাকা ও তৃতীয় ম্যাচের ভেন্যু চট্টগ্রাম। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ১১ ফেব্রুয়ারি ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।