আরও ৪ ক্রিকেটার করোনা আক্রান্ত, স্থগিত ম্যাচ
ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের পুনরাবৃত্তি হতে যাচ্ছে কিনা সময়ই বলে দিবে। তবে এখন পর্যন্ত যা ঘটেছে অনেকটা সেদিকেই এগোচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজ।
করোনা পরীক্ষা করে সব নেগেটিভ ক্রিকেটারদেরই রাখা হয়েছিল জৈব সুরক্ষা বলয়ে। সেই নিরাপত্তা ভেদ করেই সংযুক্ত আরব আমিরাতের ৩ ক্রিকেটারের শরীরে বাসা বাঁধে মহামারী করোনাভাইরাস। ফলে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছিল। তাতেও লাভ হলো না, স্বাগতিক শিবিরে আবারও করোনার হানা দেওয়ায় আবার ম্যাচ স্থগিত করতে হলো।
Also Read – বিহারিকে ‘ক্রিকেটের খুনি’ আখ্যা দিলেন বিজেপি নেতা
দ্বিতীয় ম্যাচ শুরুর আগে সংযুক্ত আরব আমিরাতের তিন জন খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছিল। ফলে তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছিল দ্বিতীয় ম্যাচ। সোমবার (১১ জানুয়ারি) আমিরাত ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায় যে মঙ্গলবারেও (১২ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল্যান্ডে মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি আয়োজন করা সম্ভব হচ্ছে না।
১০ জানুয়ারি ছিল এই দুই দলের মধ্যকার চার ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ, কিন্তু ম্যাচের আগের দিন একজন মোট তিনজন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার কারণে সেই ম্যাচটি স্থগিত করে পিছিয়ে দেওয়া হয়েছে ১৬ জানুয়ারি। এ দফায় আবার চারজন ক্রিকেটার করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার কারণে তৃতীয় ম্যাচটিও পিছিয়ে দিতে হলো। সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই ওয়ানডে সিরিজ শেষে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ খেলার কথা আয়ারল্যান্ডের। তার আগেই প্রতিপক্ষ শিবিরে অর্ধ ডজন করোনা পজিটিভ নিশ্চয়ই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আয়ারল্যান্ডের জন্য। ইংল্যান্ডও দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে এই তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছিল এবং সিরিজ শেষ না করেই ফিরে আসে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।