ব্রিসবেন টেস্ট খেলা হচ্ছে না বুমরাহর
বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ও সিরিজ নির্ধারণী ম্যাচে খেলা হচ্ছে ভারতীয় পেস বোলিংয়ের কান্ডারি জাসপ্রীত বুমরাহর। অভিজ্ঞ দুই পেসার মোহাম্মদ শামি ও উমেশ যাদবের পরে তিনিও ছিটকে পড়ায় ভারতের পেস আক্রমণে পুরোপুরি তারুণ্য নির্ভর হয়ে গেল।
ভারতের জন্য বড় দুঃসংবাদ হয়ে আসলো বুমরাহর ছিটকে যাওয়া। এছাড়া ব্রিসবেন টেস্টে খেলা হচ্ছে না অলরাউন্ডার রবীন্দ্র জাদেজারও। দলের দুই সেরা ক্রিকেটারকে হারিয়ে ব্রিসবেন টেস্টে ভারতের জন্য বড় কঠিন সময়ই আসতে যাচ্ছে।
Also Read – দুর্ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন পেইন
জানা গিয়েছে বুমরাহর পেটের ব্যথার কারনে অস্বস্তিতে আছেন তিনি এবং ভারতীয় দলও তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না, তাই আপাতত চতুর্থ টেস্টের পরিকল্পনা থেকে বাদ দেওয়া হয়েছে এই ডানহাতি পেসারকে।
ভারতীয় দলের এই সিরিজে অভিষেক হয়েছে দুইজনের, মোহাম্মদ সিরাজ ও নবদ্বীপ সাইনির। শামি ও উমেশ চোটের কারণে ছিটকে পড়ার ফলেই তাদের অভিষেক হয়। এবার বুমরাহ ছিটকে পড়ার কারণে হয়তো কপাল খুলে গেল থাঙ্গারাসু নটরাজনের। ওয়ানডে ও টেস্ট সিরিজেও তিনি ছিটকে যাওয়া ক্রিকেটারদের বদলে মূল দলে জায়গা করে নিয়েছিলেন।
ওদিকে, ব্রিসবেন টেস্ট নিয়ে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিরোধের নিষ্পত্তি হয়েছে। আগামী ১৫ জানুয়ারি ব্রিসবেনের গ্যাবায় শুরু হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী ভারতের মধ্যকার চতুর্থ টেস্ট। দীর্ঘদিন ধরে বায়োবাবলে থাকতে থাকতে রীতিমত হাঁপিয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেটাররা। তাই তারা কোয়ারেন্টিনের শর্ত শিথিল করার আবেদন জানিয়েছিলেন। তাতে রাজি হয়ে ব্রিসবেনে ভারতীয় দলের জন্য পুরো একটি কমপ্লেক্স ভাড়া করা হয়েছে। এর ভেতরে খেলোয়াড়রা নিজেদের মত সময় কাটাতে পারবেন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।