নতুন প্রতিযোগিতায় টিকতে নিজেকে উজাড় করে দিচ্ছেন সাইফউদ্দিন
পুরনো প্রতিযোগিতা জিতে জায়গা করে নিয়েছেন দেশের শীর্ষ পর্যায়ে। মোহাম্মদ সাইফউদ্দিনের সামনে এবার নতুন চ্যালেঞ্জ, নতুন প্রতিযোগিতা- সেরাদের মধ্যেও জায়গা করে নিতে হবে প্রথম পছন্দ হিসেবে। দেশের ক্রিকেটের পেসারদের প্রতিযোগিতার মাঝে বসে সাইফউদ্দিন তাই নিজের সেরাটা ঢেলে দিতে কার্পণ্য করছেন না।
‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলছে জাতীয় দলের প্রাথমিক ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা। আনুষ্ঠানিক অনুশীলনের তৃতীয় দিনে গণমাধ্যমকে সাইফউদ্দিন জানান, পুরোদমে চলছে তার অনুশীলন। পেসারদের মধ্যে নিজেকে ভালো অবস্থানে রাখতে নিজেকে উজাড় করে দিচ্ছেন।
Also Read – ভারত দলের কাছে ক্ষমা চাইলেন ওয়ার্নার
সাইফউদ্দিন বলেন, ‘আলহামদুলিল্লাহ, গত তিন দিন অনেক হাই ইনটেনসিভ প্র্যাকটিস হয়েছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবই করলাম। বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ এই দুইটা টুর্নামেন্টে আমাদের পেস বোলাররা যথেষ্ট ভালো পারফর্ম করেছে। যার কারণে সেরা একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে গেছে। এজন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। বাকিটা আল্লাহর হাতে।’
চোটের কারণে সাম্প্রতিক সময়ে বেশ ভুগতে হয়েছে সাইফউদ্দিনকে। তবে সুস্থ হয়ে উঠতে পারায় বেশ খুশি তিনি। জানালেন, ‘সিরিজের আগে সেরে উঠতে পারব কি না এ নিয়ে খুব টেনশনে ছিলাম। গত কয়েকটা দিন বায়েজিদ ভাই, শাওন ভাই আমাকে খুব সহায়তা করেছেন। উনাদের নির্দেশনা মেনে গত কয়েকদিন পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নিলাম। সব মিলিয়ে খুব উপভোগ করছি। সামনে আরও কয়দিন প্র্যাকটিসের সুযোগ পাব। প্র্যাকটিস ম্যাচও আছে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।