ব্রিসবেন টেস্টে খেলতে প্রস্তুত শেবাগ!
একের পর এক চোটে বেকায়দায় পড়েছে ভারত। সিরিজের প্রথম টেস্ট থেকে দলটির সঙ্গী চোট। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টের আগে চোটের কারণে দল হারিয়েছে হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা ও জাসপ্রীত বুমরাহ। এমন পরিস্থিতিতে একাদশ সাজাতেই যেন হিমশিম খাওয়ার মত অবস্থা টিম ইন্ডিয়ার।
এমন পরিস্থিতিতে দলের ‘ত্রাতা’ হতে প্রস্তুত বীরেন্দর শেবাগ! শুনতে অবাক লাগলেও এমন দাবি খোদ শেবাগেরই। রসিক সাবেক ক্রিকেটার টুইটারে মজার মজার সব স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসতে পছন্দ করেন। এবার যেমন জানালেন, প্রয়োজনে অস্ট্রেলিয়া গিয়ে ব্রিসবেন টেস্ট খেলতে প্রস্তুত তিনি।
Also Read – সাকিব দলে ফেরায় স্বস্তির নিশ্বাস ফেলছেন মিরাজ
টেস্ট সিরিজ শুরুর আগেই চোট মাঠের বাইরে ছিটকে ফেলে পেসার ইশান্ত শর্মাকে। প্রথম টেস্টের পর ছিটকে যান মোহাম্মদ শামি। জাসপ্রিত বুমরাহর সাথে পেস আক্রমণের হাল ধরে রেখেছিলেন যিনি, সেই উমেশ যাদব ছিটকে পড়েন দ্বিতীয় টেস্টের পর। তৃতীয় টেস্টের পর চোট কেড়ে নিয়েছে বুমরাহকেও!
শুধু বোলিং ইউনিটে খেলোয়াড় সংকট হলেও এক কথা ছিল। ঝামেলা বেঁধেছে ব্যাটিং ইউনিটেও। রোহিত শর্মা চোট কাটিয়ে ফিরলেও পিতৃত্বকালীন ছুটির কারণে নেই নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তৃতীয় টেস্ট ড্রয়ের নায়ক পড়েছেন হ্যামস্ট্রিং চোটে। চোট নিয়ে পড়ে আছেন মায়াঙ্ক আগারওয়াল ও রবিচন্দ্রন অশ্বিন। চেতেশ্বর পূজারাও নাকি ব্যাটিং করছেন ব্যথানাশক নিয়ে। চোটের কারণে লোকেশ রাহুল ছিটকে গেছেন আগেই।
এমন পরিস্থিতিতে ব্রিসবেন টেস্টের একাদশ সাজানোই দুরূহ হয়ে পড়েছে ভারতের জন্য। শেবাগ তাই টুইটারে মজা করে লিখেছেন-
‘এত ক্রিকেটারের ইঞ্জুরি। যদি একাদশই সাজানো যায় না, তাহলে আমি অস্ট্রেলিয়ায় যেতে প্রস্তুত।’
রসিকতার মাঝেও ভুলেননি মহাগুরুত্বপূর্ণ কোয়ারেন্টিনের কথা। জানিয়েছেন, কোয়ারেন্টিন যদি করতে হয় সেই বিষয়টা নিয়েও ভাবা যাবে! শেবাগের এই রসিকতা ইতোমধ্যে আলোচনায়।
Itne sab players injured hain , 11 na ho rahe hon toh Australia jaane ko taiyaar hoon, quarantine dekh lenge @BCCI pic.twitter.com/WPTONwUbvj
— Virender Sehwag (@virendersehwag) January 12, 2021
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।