দলে না থাকলেও রিয়াদের কথা ভুলেননি ব্র্যাথওয়েট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে জায়গা পাননি মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে স্থান হয়নি দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের। তবে দলে না থাকলেও রিয়াদ এখনো ভীতি জাগান ক্যারিবীয়দের টেস্ট দলে।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট অধিনায়কের দায়িত্ব পালন করবেন ক্রেইগ ব্র্যাথওয়েট। বাংলাদেশে থাকা ব্র্যাথওয়েট ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যে কয়জন ব্যাটসম্যানের ব্যাপারে উদ্বেগ জাগালেন, তাদের মাঝে আছেন রিয়াদও, যিনি কিনা টেস্ট দলেই ব্রাত্য থেকে গেছেন।
Also Read – টি-১০ থেকে সরে দাঁড়ালেন রাসেল
ব্র্যাথওয়েট বলেন, ‘সাকিব তাদের মূল খেলোয়াড়। মুশফিকও অবসই ভালো একজন খেলোয়াড়। তাদের মাহমুদউল্লাহের মত ক্রিকেটারও আছে।’ রিয়াদ অবশ্য দলে নেই। দলের সিনিয়র ক্রিকেটারকে অবশ্যম্ভাবী ধরে নিয়েই হয়ত তার নাম বলে ফেলেছেন ব্র্যাথওয়েট। তবে সে যাই হোক, বাংলাদেশকে ব্র্যাথওয়েট ভয়ই পাচ্ছেন।
তিনি বলেন, ‘তাদের সব খেলোয়াড়ই থাকবে। বাংলাদেশে ওরা ভালো খেলে। স্পিনার ও সামর্থ্যবান ব্যাটসম্যানদের নিয়ে ভালো একটি দল। তবে আমরা যদি নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারি এবং নিজেদের উপর বিশ্বাস রাখি, তাহলেই হবে।’
নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারসহ অনেক তারকাই নেই ক্যারিবীয় স্কোয়াডে। ব্র্যাথওয়েট তাই ভারপ্রাপ্ত অধিনায়কের ভূমিকায়। দল নিয়ে অবশ্য উদ্বেগ নেই তার, ‘আমি মনে করি আমরা ভালো একটি দলই এসেছি। কেউ কেউ খুব একটা খেলেনি, কেউ কেউ আন্তর্জাতিক ক্রিকেটও খেলেনি। আমি জানি, এই দল আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে সক্ষম। সামনে থেকে নেতৃত্ব দিতে চাই। সবাই সুযোগের অপেক্ষায় মুখিয়ে আছে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।