ক্রিকইনফো বাছাইকৃত বাংলাদেশের ‘স্বপ্নের দলে’ আশরাফুল-নাসির
একসময় ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। ফিক্সিং কাণ্ডে একবার জায়গা হারানোর পর আর প্রত্যাবর্তন হয়নি। তবে এখনো অনেকে মোহাম্মদ আশরাফুলকে দেশের অন্যতম বড় ক্রিকেট তারকা ভাবেন। সেই আশরাফুল রয়েছেন ইএসপিএনক্রিকইনফোর বাছাইকৃত বাংলাদেশের ‘ড্রিম ইলেভেন’ বা স্বপ্নের একাদশে।
বাছাইকৃত একাদশের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে, যার হাত ধরে একদিনের ক্রিকেটে অভাবনীয় উন্নতি করে বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে আছেন মুশফিকুর রহিম। পঞ্চপাণ্ডবের বাকি তিন সদস্য তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদও আছেন একাদশে।
Also Read – চোখ ধাঁধানো অভিষেকের পর ছিটকে গেলেন পুকোভস্কি
বর্তমান জাতীয় দলের তারকা ব্যাটসম্যান লিটন দাস আছেন একাদশে, যিনি ব্যাটিং ওপেনিংয়ে তামিমের সঙ্গী। পেসারদের মধ্যে মাশরাফি ছাড়াও আছেন মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। স্পেশালিষ্ট স্পিনার হিসেবে আছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা দুই স্পিনার মোহাম্মদ রফিক ও আব্দুর রাজ্জাক।
একনজরে ইএসপিএনক্রিকইনফোর ড্রিম বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।