খেলা দেখার জন্য ‘১০’ মাস অপেক্ষা, বের করে দিল পুলিশ
গলে শুরু হয়েছে শ্রীলঙ্কা-ইংল্যান্ড টেস্ট সিরিজ। ১০ মাস ধরে শ্রীলঙ্কায় আটকে থাকা ইংলিশ সমর্থক দেখতে গিয়েছিলেন গল টেস্ট। তবে যে করোনার কারণে আটকে আছেন, সেই করোনার কারণেই প্রথম দিন মাঠে বল গড়ানোর আগে তাকে বের করে দেয় পুলিশ।

করোনাভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে বেশ ভালোভাবে। গত বছর ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরলেও গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি দেয়নি ইসিবি। তারই ধারা বজায় রেখেছে বেশিরভাগ ক্রিকেট বোর্ড। করোনার কারণে গত বছর স্থগিত হয়েছিল ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ, যা এখন মাঠে গড়িয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) শুরু হওয়া সিরিজে নেই কোনো দর্শক। তবে এরই মধ্যে রব লুইস নামের এক দর্শক মাঠে ঢুকায় তাকে বের করে দিয়েছে শ্রীলঙ্কা পুলিশ। মূলত গত বছর স্থগিত হওয়া টেস্ট সিরিজটি দেখতে এসেছিলেন তিনি। স্থগিত হওয়ায় পরবর্তীতে আর দেশে ফিরতে পারেননি। প্রায় ১০ মাস পর নিজের দল ফিরেছে শ্রীলঙ্কায়, কিন্তু মাঠে বসে খেলা দেখার অনুমতি পাননি লুইস। এতে চরম বিরক্ত ওই ইংলিশ ভক্ত। এএফপিকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘তাদের ব্যবহারে আমি খুবই বিরক্ত। দীর্ঘ ১০ মাস অপেক্ষা করেছি এই ম্যাচটি স্টেডিয়ামে বসে দেখার কিন্তু পুলিশ আমাকে মাঠ থেকে বের করে দিয়েছে।’
Also Read – স্পর্শকাতর ‘মিথ্যা’ মামলা থেকে মুক্তি পেলেন বাবর
মাঠে বসে পুরো খেলা না দেখতে পারলেও জাতীয় সঙ্গীত চলাকালে মাঠে উপস্থিত থাকতে পেরেছেন লুইস, আপাতত তা নিয়েই খুশি আছেন এই ইংলিশ ভক্ত। তবে অপেক্ষায় আছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে অনুমতি পাওয়ার। তিনি বলেন, ‘তিনটি ব্যানার নিয়ে মাঠে ঢুকতে তারা আমাকে আধা-ঘণ্টার জন্য অনুমতি দেয়, তারপর চলে যেতে বলে। তবে এখনো দশ দিন বাকি, আশা করছি মাঠে বসেই খেলা দেখার অনুমতি পাব।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।