সিডনির পর ব্রিসবেনেও বর্ণবিদ্বেষের শিকার সিরাজ
সিডনিতে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজকে গ্যালারি থেকে ‘বানর’ ডেকে বিপদ ডেকে এনেছিল অস্ট্রেলীয় দর্শকরা। সিডনির পর ব্রিসবেনে ফের একবার সিরাজকে কটাক্ষ করেছে মাঠে উপস্থিত থাকা দর্শকরা।
সিডনিতে তৃতীয় টেস্ট চলাকালীন মোহাম্মদ সিরাজকে বানর ডেকেছিলেন অস্ট্রেলিয়ান দর্শকরা। বিষয়টি আম্পায়ারকে অবহিত করলে সঙ্গে সঙ্গেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সেখানকার পুলিশ। পরবর্তীতে এই ইস্যুতে ক্ষমা চান ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ), দলের অধিনায়ক টিম পেইন। এমনকি সিরাজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য ভারত দলের কাছে ক্ষমা চান অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারও।
Also Read – চার ব্যাটসম্যান নিয়ে ভাবনায় ক্যারিবীয়রা
শুধু সিরাজই নয়, সিডনিতে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন আরেক পেসার যশপ্রীত বুমরাহও। তবে সিডনিতে ক্ষ্যান্ত থাকেনি অস্ট্রেলিয়ার দর্শকরা। এবার ব্রিসবেনেও বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন সিরাজ। শুধু সিরাজই নয় তার সঙ্গে বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন ওয়াশিংটন সুন্দারও। এমনই প্রতিবেদন করেছে অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড।
ওই প্রতিবেদন অনুযায়ী মাঠে উপস্থিত থাকা এক দর্শক জানান, গ্যালারিতে কিছু দর্শক শুরুতে সিরাজ এবং ওয়াশিংটনকে ‘ব্লাডি গ্র্যাব’ বলে চিল্লাতে থাকেন।
ওই দর্শক সিডনি মর্নিংকে আরও জানান, সিডনির ঘটনার পর মূলত তাদের টার্গেট ছিল ছিল। আর তাই পেছনে তাকাতে বেশ কয়েকবার গ্যালারি থেকে সিরাজের নাম উচ্চারণ করতে থাকেন তারা। সিরাজ পেছনে ফিরে তাকালে ‘ব্লাডি গ্র্যাব’ বলে অশালীন মন্তব্য করে বসেন অস্ট্রেলিয়ার দর্শকরা।
Mohammed Siraj was labelled a “bloody grub” by members of the Gabba crowd less than a week after the abuse allegations which marred the Sydney Test
Full story 👇https://t.co/gQtnhwbxMq#AUSvIND pic.twitter.com/QI1tfjRl9z
— Sam Phillips (@samphillips06) January 15, 2021
উল্লেখ্য, সিরিজের শেষ টেস্টে প্রথম দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে সেঞ্চুরি করেন মার্নাস লাবুশেন। ব্যাট হাতে একাই ১০৮ রান করেন লাবুশেন।