ডাবল সেঞ্চুরির পথে রুট, পাহাড়সম লিডের পথে ইংল্যান্ড
গলে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বড় লিডের নিচে চাপা পড়ায় শঙ্কায় রয়েছে শ্রীলঙ্কা। সফরকারী দলের অধিনায়ক জ রুটের অনবদ্য ব্যাটিংয়ে ইংলিশরা পেয়েছে ১৮৫ রানের লিড।
২ উইকেটে ১২৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা ইংল্যান্ড দিন শেষ করেছে ৪ উইকেটে ৩২০ রান নিয়ে। বৃষ্টির কারণে দিনের বড় একটি অংশ পরিত্যক্ত হলেও তাতে তেমন স্বস্তির কিছু খুঁজে পায়নি স্বাগতিক দল। উপমহাদেশের উইকেটে থিতু হয়ে ইংল্যান্ড হাঁটছে বিশাল লিডের পথে।
Also Read – সিডনির পর ব্রিসবেনেও বর্ণবিদ্বেষের শিকার সিরাজ
জনি বেয়ারস্টো ও জো রুট দ্বিতীয় দিনের খেলা শুরু করলেও বেয়ারস্টো উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি। ৯৩ বলে ৪৭ রান করে লাসিথ এম্বুলদেনিয়ার শিকারে পরিণত হন তিনি। লঙ্কানরা যখন দ্রুত উইকেট ফেলার আপ্রাণ চেষ্টা করছে, তখন রুটের সঙ্গী হয়ে বাধা তুলে দাঁড়ান ড্যান লরেন্।
চতুর্থ উইকেটে রুট ও লরেন্স গড়েন ১৭৩ রানের অনবদ্য এক পার্টনারশিপ। লরেন্সের সঙ্গ উপভোগ করে দারুণ খেলতে থাকা রুট পূর্ণ করেন দেড়শ রানের মাইলফলক। তবে লরেন্স ফিরেছেন শতক না পাওয়ার আক্ষেপ নিয়ে। ১৫০ বলে ৭৩ রান করা লরেন্স সাজঘরে ফেরেন দলীয় ৭৩ রানে। এরপর জস বাটলারকে (৭*) নিয়ে দিনের খেলা শেষ করেন রুট। ২৫৪ বলে ১৬৮ রান করে অপরাজিত রয়েছেন ১২টি চার হাঁকানো রুট।
শ্রীলঙ্কার পক্ষে তিনটি উইকেটই শিকার করেছেন এম্বুলদেনিয়া।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ১৩৫/১০ (৪৬.১ ওভার)
চান্দিমাল ২৮, ম্যাথিউস ২৭
বেস ৩০/৫, ব্রড ২০/৩
ইংল্যান্ড ১ম ইনিংস : ৩২০/৪ (৯৪ ওভার)
রুট ১৬৮*, লরেন্স ৭৩, বেয়ারস্টো ৪৭
এম্বুলদেনিয়া ১৩১/৩
ইংল্যান্ডের লিড ১৮৫ রান।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।