বিপিএলে ২১ উইকেট পেয়েও বাদ কেন, প্রশ্ন আমিরের
মাত্র ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলায় মোহাম্মদ আমিরের হাতে যেন এখন অফুরন্ত অবসর। আলোচনার জন্ম দিয়ে তাকে নিয়ে কে কী বলছেন তার খোঁজখবর রাখছেন চোখ-কান খোলা রেখেই। পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস আমিরকে নিয়ে মন্তব্য করার পর এবার ফের মুখ খুলেছেন আমির।
মিসবাহ দাবি করেছিলেন, আমির দল থেকে বাদ পড়েছেন ফর্ম পড়ে যাওয়ার কারণে। কিন্তু আমির পাল্টা তোপ দেগে বলেছেন, ‘পারফরম্যান্সই যদি কারণ হয়, তাহলে কীভাবে আমি বিপিএলে ২১ উইকেট নেওয়ার পরদিন বাদ পড়ি?’
Also Read – ডাবল সেঞ্চুরির পথে রুট, পাহাড়সম লিডের পথে ইংল্যান্ড
দল নিয়ে পাকিস্তানের নির্বাচক-কোচরা চালিয়ে যাচ্ছেন পরীক্ষানিরীক্ষা। আমির মনে করছেন, ড্রেসিংরুমের পরিবেশ ভালো হলে বর্তমান খেলোয়াড়রাই দলকে জেতাবেন।
আমির বলেন, ‘এই ভয়ঙ্কর ড্রেসিংরুমের সমাপ্তি ঘটান, খেলোয়াড়দের স্বস্তি দিন স্বাধীনতা দিন। তখন এই খেলোয়াড়রাই ম্যাচ জেতাবে। আমি ভুল কিছু বলিনি, শুধু সত্যিটা বলেছি। ওয়াকারের খারাপ লাগছে শুনে খুশি হলাম, এখন অন্তত তিনি বুঝতে পারবেন একজন মানুষের বক্তব্য কীভাবে কষ্ট দিতে পারে। আমিও কষ্ট পেয়েছিলাম, টেস্ট থেকে আমার অবসর নিয়ে তিনি যখন কথা বলেছিলেন।’
কোচদের পরামর্শ তাই নিজে না নিয়ে উল্টো আমির কোচদের পরামর্শ দিয়েছেন। কী তার পরামর্শ? আমিরের ভাষ্য, ‘তারা আমাকে পরামর্শ দিয়েছেন- ঘরোয়া ক্রিকেটে ভালো করে যেন ফিরে আসি। আমি তাদের পরামর্শ দিব- আগে আপনাদের নিজের পারফরম্যান্স ঠিক করুন। দেখুন দলটিকে তারা কোথায় নিয়ে এসেছে। এখন মহামারিকে অজুহাত হিসেবে ব্যবহার করছে। করোনা সব দলকেই আক্রান্ত করেছে, শুধু পাকিস্তান নয়।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।