মুশফিকের পর ‘গলে’ যে রেকর্ড কেবলই রুটের
গলে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ডাবল শতক হাঁকিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। তার এই ডাবল সেঞ্চুরি দিয়ে মুশফিকের পাশে নাম লিখিয়েছেন এই ইংলিশ ক্রিকেটার।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে একাই লড়তে হচ্ছে দলের অধিনায়ক জো রুটের। গতকাল ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকানোর পর তৃতীয় দিন প্রথম সেশনেই ডাবল শতকের দিকে এগোতে থাকেন রুট। অবশেষে ১০৫.১ ওভারে এম্বুলদেনিয়ার বলে মিড-উইকেটে চার মেরে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি তুলে নেন রুট।
Also Read – বিকেএসপিতে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ একাদশ, সাজঘরে রাব্বি
রুটের এই ডাবল সেঞ্চুরিতে ভাগ বসান মুশফিকের সঙ্গে। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। সেবার দলের অধিনায়কও ছিলেন তিনি। যে কারণে প্রথম সফরকারী অধিনায়ক হিসেবে গলে ডাবল সেঞ্চুরির করার কৃতিত্ব গড়েছিলেন মুশফিক।
আট বছর পর সে রেকর্ডে ভাগ বসিয়েছেন রুট। মুশফিক ‘২০০’ করে আউট হলেও অধিনায়ক হিসেবে ব্যক্তিগত সংগ্রহের দিক দিয়ে তাকে ছাড়িয়ে গিয়েছেন জো রুট। সফরকারী দলের অধিনায়ক হিসেবে রুট দ্বিতীয় ক্রিকেটার হলেও সবমিলিয়ে এই মাঠে মোট চার ক্রিকেটার ডাবল শতক হাঁকিয়েছেন।
রুট-মুশফিকের পাশাপাশি ২০০৮-এ গলে শ্রীলঙ্কার বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বীরেন্দ্রর শেবাগ। সেবার লঙ্কানদের বিপক্ষে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই ওপেনার। এছাড়াও ২০১০-এ গলে ট্রিপল সেঞ্চুরি হাঁকান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। যেটি কিনা এখনো অব্দি গেইলের টেস্ট ক্যারিয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ।
শেবাগ-গেইল-মুশফিকের পর গলে চতুর্থ বিদেশি ক্রিকেটার হিসেবে নাম লেখান ইংলিশ অধিনায়ক রুট।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।