পান্ডিয়া ভাইদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া চিরতরে হারিয়েছেন তাদের বাবাকে। খ্যাতিমান দুই ক্রিকেটারের বাবা হিমাংশু পান্ডিয়া মৃত্যুবরণ করেছেন।
শনিবার (১৬ জানুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হিমাংশু। দুই ক্রিকেটারই তাদের ক্যারিয়ারে বাবার অবদান বারবার উচ্চারণ করতেন। সুরাটে ছোট গাড়ির একটি দোকান ছিল তার, যা বন্ধ করে তিনি ভদোদরায় পাড়ি জমান ছেলেদের ক্রিকেট ক্যারিয়ারের কথা ভেবে। সেখানে কিরণ মোরের অ্যাকাডেমিতে ভর্তি করেন দুই ছেলেকে।
Also Read – মুশফিকের পর ‘গলে’ যে রেকর্ড কেবলই রুটের
বাবার মৃত্যুর খবরে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বারোদা দলকে নেতৃত্ব দেওয়া ক্রুনাল দলের সঙ্গ ও বায়োবাবল ছেড়ে এসেছেন। বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী শিশির হাত্তাঙ্গাদি ভারতের এএনআইকে পান্ডিয়া ভাইদের পিতৃবিয়োগের খবর নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, ক্রুণাল পান্ডিয়া বায়োবাবল ছেড়ে বাড়ি ফিরেছে। এটা ব্যক্তিগত ক্ষতি। বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন হার্দিক ও ক্রুণালের অপূরণীয় ক্ষতিতে শোক প্রকাশ করছে।’
হিমাংশুর প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক এক টুইট বার্তায় বলেন, ‘হার্দিক-ক্রুণালের বাবার প্রয়াণে খবরে মনটা ভারী হয়ে গেল। তার আত্মার শান্তি কামনা করি। উনার সঙ্গে একাধিকবার কথা হয়েছে। ভালো মনের মানুষ, সেই সঙ্গে আড্ডা দিতে ভালোবাসতেন। জীবনকে উপভোগ করতেন, হাসিখুশি মানুষ ছিলেন। এভাবে হঠাৎ চলে গেলেন ভাবতেই পারছি না। হার্দিক-ক্রুণালের দুঃখে আমিও সমব্যথী।’
Heartbroken to hear about the demise of Hardik and Krunal’s dad. Spoke to him a couple of times, looked a joyful and full of life person. May his soul rest in peace. Stay strong you two. @hardikpandya7 @krunalpandya24
— Virat Kohli (@imVkohli) January 16, 2021
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।