latest

আমিরের পাশে দাঁড়ালেন আফ্রিদি


প্রধান কোচ মিসবাহ-উল-হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনিসের ব্যবহারের অসন্তুষ্ট হয়ে অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তানের ২৮ বছর বয়সী বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। এই বাঁহাতি ক্রিকেটারের পাশে এসে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

ফ্লাইট মিস আফ্রিদির, বিলম্ব গ্ল্যাডিয়েটর্সে যোগদান f
ফ্লাইট মিস করলেও আফ্রিদি জানিয়েছেন, চিন্তার কিছু নেই। ফাইল ছবি

গত বছর লঙ্কান প্রিমিয়ার লিগ খেলে দেশে ফিরে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন আমির। তার এমন সিদ্ধান্ত অবাক করেছে দেশটির ক্রিকেট বোর্ড সহ সাবেক ক্রিকেটারদের। পরবর্তীতে আমির জানান, টিম ম্যানেজমেন্ট তথা মিসবাহ এবং ওয়াকারের কারণে এতো তাড়াতাড়ি অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে তাকে।

তিনি আরও জানান, বিপিএলে ভালো পারফর্ম করেও কেন দল থেকে বাদ পড়লেন? তবে এবার আমিরের পাশে এসে দাঁড়ালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি। তিনি বলেন আমিরের ইস্যুটি আরেকটু ভালোভাবে সামলাতে পারত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ।

Also Read – বাবা হারালেন হার্দিক-ক্রুনাল

“দেশের সম্মানের কথা চিন্তা করে হলেও একসঙ্গে কাজ করা উচিত ছিল।”

কোচের সঙ্গে ক্রিকেটারদের মতে মিল-অমিল হওয়া নতুন কিছু উপমহাদেশের ক্রিকেটে। ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ কিংবা পাকিস্তান- আর আফ্রিদি সেটিই মনে করিয়ে দিলেন। আমিরের চেয়ে কোচদের বড় দায় দেখছেন আফ্রিদি।

“ওয়াকার যদি আমিরের ব্যাপারে সৎ হতেন এবং অন্যদের মতো ওর সঙ্গেও একই ধরনের আচরণ করতেন, তাহলে আমিরকে ফোন করে এ ব্যাপারে কথা বলতেন। সেটা হয়নি, আর এতেই আমির এই সিদ্ধান্ত নিয়েছে, যেটা আমার চোখে ভুল।”

উল্লেখ্য, ২০১০-এ ফিক্সিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ হন পেসার আমির। নিষেধাজ্ঞা কাটিয়ে আফ্রিদির অধীনেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন এই পেসার। ঘরের মাঠে জিম্বাবুয়ে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের দল থেকে বাদ পড়েন তিনি। মূলত এই অভিমানে থেকে মাত্র ২৮ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন আমির।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *