সাকিব-নাঈমের অর্ধশতকে মাহমুদউল্লাহ একাদশের ‘২২৩’
ক্যারিবীয় সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে লড়াকু পুঁজি পেয়েছে মাহমুদউল্লাহ একাদশ। সাকিব আল হাসান ও নাঈম শেখের জোড়া ফিফটিতে ২২৩ রান জড়ো করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
আগের ম্যাচে লক্ষ্য তাড়ায় ৫ উইকেটের জয় পাওয়া মাহমুদউল্লাহ একাদশ শনিবার (১৬ জানুয়ারি) আগে ব্যাট করতে নামে। উদবধনি জুতিতে ৪৫ রানের জুটি গড়েন নাঈম শেখ ও ইয়াসির আলী চৌধুরী রাব্বি। ৩৬ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন রাব্বি, তবে সাকিব আল হাসানকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন নাঈম।
Also Read – আমিরের পাশে দাঁড়ালেন আফ্রিদি
দ্বিতীয় উইকেটে সাকিব-নাঈম গড়েন ৫০ রানের পার্টনারশিপ। ৬৮ বলে ৫০ রান করেন ৪টি চার ও ২টি ছক্কা হাঁকানো নাঈম। দলীয় ৯৫ রানে অবশ্য তাকে সাজঘরে ফিরতে হয়। এরপর দেখেশুনে খেলতে থাকেন সাকিব, দেখিয়েছেন সাবধানী ব্যাটিং। মুশফিকজুর রহিমকে নিয়ে গড়ে ৪৮ রানের জুটি। মুশফিক ২৭ বলে ২৫ রান করে বিদায় নেওয়ার পর সাকিব পূর্ণ করেন অর্ধশতক। ৮২ বল খেলে একটি করে চার ও ছক্কা হাঁকিয়ে ৫২ রান করে নাসুম আহমেদের শিকারে পরিণত হন তিনি।
শেসদিকে মোসাদ্দেক হোসেন সৈকতের ৩৭ বলে ৩৭ ও মেহেদী হাসান মিরাজের ১২ বলে ১১ রানের ইনিংসে নির্ধারিত ৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৩ রান জড়ো করে মাহমুদউল্লাহ একাদশ। তামিম একাদশের পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান দুটি করে উইকেট শিকার করেন।
স্কোরকার্ড
মাহমুদউল্লাহ একাদশ : ২২৩/৭ (৪৫ ওভার)
নাঈম ৫০ (৬৮), ইয়াসির ২৪ (৩৬), সাকিব ৫২ (৮২), মুশফিক ২৫ (২৭), মোসাদ্দেক ৩১ (৩৭), মিরাজ ১১ (১২), তাইজুল ৪ (৫)*, হাসান মাহমুদ ২ (৪)
সাইফউদ্দিন ৯-১-৬২-২, মেহেদী ৯-০-৩১-২, আফিফ ৩-০-১১-০, মুস্তাফিজ ৯-১-৩৭-১, রুবেল ৯-০-৪৪-১, নাসুম ৬-০-৩৩-১
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।