সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট যত এগিয়ে আসছে ততই সরগরম হচ্ছে রাজ্যে রাজনীতি। একদিকে দলবদলের পালা চলছে, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় কথাযুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়ছে। রাজনীতির আঙিনায় পুরোপুরি ঢুকে পড়েছে গ্ল্যামার জগতও। ডান-বাম সব শিবিরই অভিনেতা-অভিনেত্রীদের দলে টানার চেষ্টা করে চলেছে। এরই মধ্যে অভিনেত্রী সায়নী ঘোষের একটি টুইট নিয়ে সৃষ্টি হল বিতর্ক। গেরুয়া শিবিরকে টার্গেট করে সায়নী ঘোষ (Saayoni Ghosh) লিখলেন, “যাঁরা দেশভাগের সময় কত হিন্দু মরেছিল, তাই এখন মুসলমান মারব বলে জাস্টিফাই করছেন, এই মুহূর্তে দেশের মানুষকে কত যত্নে রেখেছেন হাঙ্গার ইন্ডেক্স দেখলে বোঝা যায়। হিন্দুত্ব করতে গিয়ে হিন্দুইজম ভুলে গেছেন। গান্ধী কলোনিকে গডসে কলোনি আপনারাই বানাবেন, আমি নিশ্চিত।”
Jara deshbhager shomoy koto hindu morechhilo, Tai Ekhon musholman marbo bole justify korchhen, ei muhurte desher manush ke kawto jawtne rekhechhen hunger index dekhle bojha jaye. Hindutva korte giye,Hinduism bhule gechhen.Gandhi colony k Godse colony apnarai banaben ami nishchit
— saayoni ghosh (@sayani06) January 15, 2021
[আরও পড়ুন: ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই কপিরাইট লঙ্ঘনের অভিযোগে বিদ্ধ কঙ্গনার ‘মণিকর্ণিকা রিটার্নস’]
নিজের এই টুইটে কাকে বিঁধলেন অভিনেত্রী? উঠেছে সেই প্রশ্ন। উল্লেখ্য, সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন সায়নী। সেই প্রেক্ষিতে শনিবার সকালেই তাঁকে ট্যাগ করে টুইট করেছেন বিজেপি নেতা তথা ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় (Tathagata Roy)। একটি টুইট শেয়ার করে তিনি লেখেন, “এই টাইপটাকে দেখেই কথায় বলে মূর্খের অশেষ দোষ । তবে এই মূর্খামির দায় শুধু সায়নী ঘোষের নয়। পশ্চিমবাংলার বাম ও সেকুলারপন্থীরা এদের শিখিয়েছে ছি! এসব বলতে নেই। করুক না ওরা কিছু হিন্দু খুন ও মেয়েদের ধর্ষণ! হোক না সওয়া কোটি হিন্দু গৃহহীন পথের ভিখারি! ওরাও তো মানুষ!”
এই টাইপটাকে দেখেই কথায় বলে “মূর্খের অশেষ দোষ” । তবে এই মূর্খামির দায় শুধু @sayani06-এর নয় । পশ্চিমবাংলার বাম ও সেকুলারপন্থীরা এদের শিখিয়েছে “ছি ! এসব বলতে নেই।করুক না ওরা কিছু হিন্দু খুন ও মেয়েদের ধর্ষণ ! হোক না সোয়া কোটি হিন্দু গৃহহীন পথের ভিখারি ! ওরাও তো মানুষ” ! https://t.co/Pr3iz0xVCu
— Tathagata Roy (@tathagata2) January 15, 2021
রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় শুক্রবার সকাল ন’টা নাগাদ সায়নীকে ট্যাগ করে টুইট করেন। তারপরই সকাল ১০.১২ মিনিটে টুইট করেন অভিনেত্রী। মনে করা হচ্ছে, নিজের টুইটের মাধ্যমে ৭৫ বছরের বিজেপি নেতাকেই বিঁধেছেন টলিপাড়ার নায়িকা।