ভারতীয় হাইকমিশনার বলেন, ‘প্রতিবেশীদের আমরা অগ্রাধিকার দেবো, আর বাংলাদেশ তাদের মধ্যে সবার আগে
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, করোনাভাইরাস মহামারি মোকাবেলায় ভারতের কাছ থেকে খুব দ্রুত কোভিড ভ্যাকসিন পেয়ে যাবে বাংলাদেশ। শনিবার (১৬ জানুয়ারি) ভারতে বিশ্বের সর্ববৃহৎ টিকাদান কার্যক্রম শুরুর বিষয়টি উল্লেখ করে তিনি একথা বলেন।
শনিবার ঢাকার জাতীয় জাদুঘরে ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ভারতের হাইকমিশনার।
এসময় সাংবাদিকদের তিনি বলেন, “প্রথমে বাংলাদেশের সরকারকে টিকাদান কার্যক্রমের ব্যবস্থাপনা ঠিক করতে হবে। সরকার যখন জানাবে যে সবকিছু প্রস্তুত আছে, তখনই আমরা ভ্যাকসিন সরবরাহ করবো।”
তিনি বলেন, “ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন আনার প্রক্রিয়া চলছে।”
দোরাইস্বামী বলেন, “সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে। প্রতিবেশীদের আমরা অগ্রাধিকার দেবো। আর, বাংলাদেশ তাদের মধ্যে সবার আগে।”
সূত্রঃ ঢাকা ট্রিবিউন