জাতীয় দলের হয়েও বিশ্বকাপ জিততে চান শরিফুল
প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার শরিফুল ইসলাম। তরুণ এই পেসার বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ভালো করে নজর কাড়েন। এরই ধারাবাহিকতায় যুব বিশ্বকাপজয়ী স্কোয়াডের প্রথম সদস্য হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন শরিফুল।
জাতীয় দলে সুযোগ পেয়ে উচ্ছ্বাস ঠিকরে পড়ছে শরিফুলের। তার বিশ্বাস, একদিন জাতীয় দলের হয়েও জিতবেন বিশ্বকাপ।
Also Read – এক শর্তে পাকিস্তান দলে ফিরবেন আমির
শরিফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ্ খবরটা শোনার পর অনেক ভালো লাগছে। প্রথমবারের মত জাতীয় দলের স্কোয়াডে থাকার খবর শুনে অনেক খুশি লাগছিল। ইনশাআল্লাহ্ ভালো কিছু করার চেষ্টা করব। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মোটামুটি ভালো খেলেছি। জাতীয় দলের একাদশে সুযোগ পেলে সেই পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করব। জায়গা ধরে রাখার চেষ্টা করব।’
প্রাথমিক স্কোয়াডে থাকার সুবাদে গত ১০ জানুয়ারি থেকেই জাতীয় দলের সাথে আছেন শরিফুল। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গ বেশ উপভোগ করছেন, তা তার কথাতেই স্পষ্ট। শরিফুল জানান, ‘জাতীয় দলের পরিবেশ অনেক ভালো লাগছে। অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় থেকেই ভাবতাম সাকিব ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই, তামিম ভাই, মুস্তাফিজ ভাই উনাদের সাথে যদি খেলতে পারতাম। স্বপ্ন ছিল, পূরণ হয়েছে। চেষ্টা করব সবসময় তাদের সাথে থাকার। আমার ভুল হলে তারা ধরিয়ে দিচ্ছেন। সেরাটা দেওয়ার জন্য যা করা দরকার শেখাচ্ছেন। খেলায় যাতে প্রভাব না পড়ে এজন্য প্র্যাকটিসেই ভুল ধরিয়ে দিচ্ছেন।’
একতা আর দেশপ্রেম দিয়ে বাংলাদেশকে প্রথম বিশ্বকাপ এনে দিয়েছিল যুবারা। শরিফুল বিশ্বকাপ জিততে চান জাতীয় দলের হয়েও। তার ভাষায়, ‘বিশ্বকাপ জয়ের মূল শক্তি ছিল- সবাই একত্রে ছিলাম এবং দেশের জন্য লড়েছি। ঐ একতা যদি এখানেও থাকে আর দেশের জন্য লড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ্ মূল বিশ্বকাপও জিততে পারব।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।