দুর্দান্ত অভিষেকের পরও অসন্তুষ্ট সুন্দরের বাবা
অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকে প্রথম ইনিংসেই বল হাতে দলের সেরা ব্যাটসম্যানসহ ৩টি উইকেট ও ব্যাট হাতে দলের বিপদের সময়ে নেমে ৬২ রান করার পরেও খুশি নন ওয়াশিংটন সুন্দরের বাবা এম সুন্দর।

ভারতীয় দলের একাধিক ক্রিকেটার ইঞ্জুরিতে পড়ায় তার অভিষেকটা হয়ে গেল অস্ট্রেলিয়ার মাটিতে। মূলত রবিচন্দ্রন অশ্বিন চোটে পড়ার পরেই সুন্দরের একাদশে জায়গা নিশ্চিত হয়। পূর্বসূরী, প্রতিপক্ষের সাবেক ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষক সবাই প্রশংসায় ভাসাচ্ছেন সুন্দরকে। কারণ অভিষেক ইনিংস যে তিনি রাঙিয়েছেন অলরাউন্ড পারফর্মে। আগে বোলিং করে স্টিভ স্মিথসহ ক্যামেরন গ্রীন ও নাথান লায়নের উইকেট শিকার করেন সুন্দর।
অস্ট্রেলিয়ার ৩৬৯ রানের জবাবে ১৮৬ রানেই ভারত ৬ উইকেট হারিয়ে চাপে ভারত। তখন ব্যাটিংয়ে নেমে শার্দুল ঠাঁকুরের ১২৩ রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেন। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে সুন্দর করেন ১৪৪ বলে ৬২ রান। গ্যাবায় তার এই অলরাউন্ড পারফর্ম মুগ্ধ করেছে ক্রিকেট অনুরাগীদের। কিন্তু সেটা খুশি করতে পারেনি তার বাবাকে।
Also Read – ভারতে বসে পাকিস্তানে ‘অফিস’ করছেন দক্ষিণ আফ্রিকার অ্যানালিস্ট
থিতু হয়েও সেঞ্চুরি করতে না পারায় অসন্তুষ্ট হয়েছেন ওয়াশিংটন সুন্দরের বাবা এম সুন্দর। ছেলের ব্যাটিংয়ের ভুলও বের করেছেন তিনি।
তিনি বলেন, ‘সে ১০০ করতে পারেনি বলে আমি অসন্তুষ্ট। যখন সিরাজ ব্যাটিং আসলো তখন তার (সুন্দর) ছয় ও চার মারা উচিত ছিল। ওর সেই সামর্থ্য আছে। তার অবশ্যই ছয় মারার তাড়না রাখা উচিত ছিল। ওই সময়ে সে পুল করতে পারব ও বড় শট খেলতে পারত। তাছাড়া, অস্ট্রেলিয়ার লিড যেহেতু খুব বেশি ছিল না ও সেটাকে আরও কমানোর চেষ্টা করতে পারত।’
এম সুন্দর আরও জানান বড় ইনিংস খেলার জন্য তিনি সবসময়ই ছেলেকে উৎসাহিত করতেন এবং সুন্দরও আত্মবিশ্বাসী ছিল, ‘অস্ট্রেলিয়া যাওয়ার পরেও আমি প্রতিদিনই ওর সাথে কথা বলি। আমি আগের দিন সন্ধ্যায়ও ওকে বলেছিলাম, তুমি যখনই একটা সুযোগ পাবে বড় রান করবে। ও বলেছিল অবশ্যই করবে।’
ছেলের নাম ওয়াশিংটন সুন্দর রাখার কারণটাও এইদিনেই প্রকাশ করেছেন এম সুন্দর। নিজের মেন্টরের নামেই ছেলের নাম রেখেছেন বলে জানান তিনি,
‘আমার মেন্টরের নাম ছিল ওয়াশিংটন। উনি আমার ক্যারিয়ার গড়তে অনেক সাহায্য করেছিলেন। তার কৃতজ্ঞতাস্বরূপ, তার নামেই আমি আমার ছেলের নাম রেখেছি।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।