দর্শক ইস্যুতে ফুটবলের সাথে ক্রিকেটকে মেলাতে চায় না বিসিবি
করোনা মহামারির কারণে মাঠে বসে খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন ক্রিকেট সমর্থকরা। ঘরোয়া ক্রিকেটের পর দেশে আন্তর্জাতিক ক্রিকেটও ফিরছে ফাঁকা গ্যালারিকে সাক্ষী রেখে। দেশের ফুটবলে মাঠে দর্শক ফিরলেও ক্রিকেটে দর্শক ফেরানোকে ‘ঝুঁকিপূর্ণ’ মনে করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই দর্শকপূর্ণ মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে। জৈব সুরক্ষিত বলয়ের কড়াকড়ির মাঝেও মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা ঘটে। এ নিয়ে সমালোচনাও হয়েছে অল্পবিস্তর।
Also Read – বাংলাদেশ-ওয়েস্ট সিরিজে ডিআরএস থাকবে তবে…
বিসিবি তাই কোনো প্রকার ঝুঁকি নিতে নারাজ। ক্যারিবীয় সিরিজে ওয়ানডে ও টেস্ট সিরিজের কোনো ম্যাচেই দর্শকদের প্রবেশাধিকার দেওয়া হবে না। টিকিট বিক্রি থেকে বোর্ড লাভবান হলেও মহামারিকালে সুষ্ঠুভাবে খেলা সম্পন্নের স্বার্থে বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে।
‘আপাতত দর্শকদের ভেতরে অনুমোদন দেওয়া হবে না, সবগুলো ম্যাচের জন্যই’– এমনটি উল্লেখ করে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ক্রিকেটে দীর্ঘ ব্যাপ্তির কারণে ফুটবল তথা বাফুফের পথ অনুসরণ করতে অনাগ্রহী তারা।
তিনি বলেন, ‘দেখুন, ফুটবল তো খুব অল্প সময়ের (৯০ মিনিট) খেলা। মাঠে সময় কম লাগে, ড্রেসিংরুমও কম সময় ব্যবহার করতে হয়। ক্রিকেটে একটা ম্যাচে (ওয়ানডে) আট ঘন্টার বেশি সময় লাগে। চার ঘন্টা লাগে টি-টোয়েন্টির জন্যই।’
বাকি রইল টেস্ট। অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজে দর্শকদের ‘লঙ্কাকাণ্ড’ দেখে নিশ্চয়ই আক্ষেপের আগুনে পুড়ছেন বাংলাদেশের দর্শকরা। কিন্তু বিসিবি এখনই ঝুঁকি নিতে নারাজ। জালাল ইউনুস বলেন, ‘অনেকগুলো ইস্যু আছে। ফুটবলের সঙ্গে আমরা তুলনা করতে পারিনা। আমাদের খুবই সতর্ক থাকতে হবে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।