৪ এ ব্যাটিং করতে সাকিবের কোনো সমস্যা নেই : তামিম
বিশ্বকাপে দুর্দান্ত খেলার পরে সবাই ধরেই নিয়েছে বাংলাদেশ দলে সাকিব আল হাসান যতদিন আছেন হয়ত ৩ এ ব্যাটিং তিনিই করবেন। কিন্তু বছর ঘুরতেই তা বদলে গিয়েছে। এই নিয়ে চারিদিকে চলছে সমালোচনা কিন্তু সাকিব নিজে কী চাইছেন তা জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

সোমবার (১৮ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এসে টাইগারদের প্রধান কোচ ইঙ্গিত দেন সাকিব আর ৩ এ ব্যাটিং করতে পারছেন না। তাকে ব্যাটিং করতে হবে ৪ এ এবং তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে দেখা যেতে পারে ৩ এ। ভক্ত সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষক- অনেকেই এই সিদ্ধান্ত মানতে পারছেন না। কিন্তু তামিম জানালেন এই পরিবর্তনে সাকিবের কোনো সমস্যা নেই।
Also Read – রুটের ফোনকল পেলেন একাকী সেই ভক্ত
তামিমের ভাষায়, ‘আমরা যখন ক্যাম্প শুরু করি তখনই তাকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল। আমি ব্যক্তিগতভাবেও তার সাথে কথা বলেছিলাম। সে সবটা শুনেছে, বুঝেছে; তার কোনো সমস্যা নেই। তাছাড়া এই সিদ্ধান্তটা তাকে একটু স্বস্তিতে থাকার সুযোগও দিচ্ছে। কারণ সে অনেক দিন পরে দলে ফিরল।’
তামিম আরও জানান, সাকিব যদি ৪ এ ব্যাটিং করে স্বস্তি না পান বা সফল না হতে পারেন তাহলে তাকে আবার ৩ এ ফিরে যাওয়ার সুযোগও রাখা হয়েছে। তামিম বলেন,
‘আমরা সবাই জানি ৩ নং এ ও কত ভালো করেছে। ৩ এ রেকর্ড ওর পক্ষেই কথা বলে, আমরা সবাই এটা জানি। কিন্তু আমি ওর সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি যে ওকে ৪ এ ব্যাটিং করতে হবে। তাকে এটাও বলা হয়েছে যদি ৪ এ স্বস্তি না পায় তাহলে আবার ৩ এ ফিরে যাবে এবং সে আমাদের সাথে সম্পূর্ণ একমত আছে।’
উল্লেখ্য, বুধবার (২০ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে করোনা পরবর্তীকালে বাংলাদেশ দল ও নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।