অস্ট্রেলিয়ায় সিরিজ জেতায় পান্টদের ‘৫’ কোটি টাকা পুরস্কারের ঘোষণা
গাব্বায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ উইকেট হাতে রেখেই সিরিজ জিতে নেয় ভারত। ঐতিহাসিক সিরিজ জয়ে অজিঙ্কা রাহানে, ঋশভ পান্টদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি।
ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে পরপর টানা দ্বিতীয়বার সিরিজ জিতল ভারত। তবে ২০১৮ সালের সিরিজ জয়ের চেয়ে এবারের সিরিজ জয়টা একটু বেশিই স্পেশাল। কেননা আগেরবার অস্ট্রেলিয়া দলে ছিলেন না ওয়ার্নার, স্মিথ। গতবার ব্যাটিং লাইনআপ কিছুটা দুর্বল থাকলেও এবারের সিরিজ নির্ধারণী ম্যাচে ভারত দলে ছিলেন না মূল তারকা ক্রিকেটাররা।
Also Read – সমালোচনা শোনার জন্য প্রস্তুত তামিম
তরুণ এক দল নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতায় ভারতকে দলকে পুরস্কৃত করবে ক্রিকেট বোর্ড, বিসিসিআই। আর তাই ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঐতিহাসিক সিরিজ জেতায় ভারতীয় অঙ্কে ‘পাঁচ’ কোটি রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
নিজের সত্যায়িত টুইটারে টুইট করে পুরস্কারের বিষয়টি জানান গাঙ্গুলি। শুধু তাই নয় টুইটে আরও লিখেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি ভারত ক্রিকেটের ইতিহাসের পাতায় চিরকাল লেখা থাকবে।
Just a remarkable win…To go to Australia and win a test series in this way ..will be remembered in the history of indian cricket forever ..Bcci announces a 5 cr bonus for the team ..The value of this win is beyond any number ..well done to every member of the touring party..
— Sourav Ganguly (@SGanguly99) January 19, 2021
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এই টেস্ট জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋশভ পান্ট ও শুভমান গিল। ১৩৮ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন পান্ট এবং ১৪৬ বলে ৯১ রানের ইনিংস খেলেন গিল।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।