তামিমের জন্য মাশরাফির ‘স্পেশাল ভালোবাসা ও দোয়া’
ওয়ানডে অধিনায়ক হিসেবে বুধবার (২০ জানুয়ারি) শুরু হচ্ছে তামিম ইকবালের যাত্রা। তিনি স্থলাভিষিক্ত হচ্ছেন মাশরাফি বিন মুর্তজার, যিনি বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। স্থায়ী অধিনায়ক হিসেবে তামিমের অভিষেকের আগে ‘স্পেশাল ভালোবাসা ও দোয়া’ জানিয়েছেন মাশরাফি।

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক হওয়ার পর টাইগারদের আমূলে বদলে দেন মাশরাফি। কারও কারও মতে, মাশরাফির হাত ধরেই হয়েছিল দেশের ক্রিকেটের নতুন যুগের সূচনা। সেই মাশরাফি গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের মাধ্যমে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান।
নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর আর জাতীয় দলের হয়ে খেলা হয়নি মাশরাফির। যে দলের হয়ে এতদিন খেলেছেন, সেই দল আবার নামবে মাঠে; মাশরাফির আবেগ স্পষ্টতই ধরা দিল তার ফেসবুক স্ট্যাটাসে। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটিতে নিজের অফিসিয়াল পেইজ থেকে দেওয়া এক পস্তে মাশরাফি বাংলাদেশ দলকে শুভকামনা জানান। তবে ‘বিশেষ ভালোবাসা ও দোয়া’ জানিয়েছেন উত্তরসূরি তামিমকে।
Also Read – ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশের সামনে অনভিজ্ঞ উইন্ডিজ
মাশরাফি লিখেন, ‘বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয় ক্রিকেট দল কাল মাঠে নামছে। পুরো দলের প্রতি রইলো শুভকামনা। তামিম ইকবাল খানের জন্য রইল স্পেশাল ভালোবাসা এবং দোয়া।’
মাশরাফির প্রত্যাশা, সব চাপ জয় করে বাংলাদেশ ক্যারিবীয় সিরিজে বিজয়ের বেশেই মাঠ ছাড়বে। তিনি বলেন, ‘সকল চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সবসময়ের মতো বিজয়ী হয়ে আসবে এই দোয়াই করছি। নতুন শুরুর জন্য শুভকামনা। আওয়াজ একটাই- বাংলাদেশ।’
বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটে প্রিয় ক্রিকেট দল কাল মাঠে নামছে।পুরো দলের প্রতি রইলো…
Posted by Mashrafe Bin Mortaza on Tuesday, January 19, 2021
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।