ম্যাচ হেরে যাওয়ায় জয়ী দলকে বেদুম পেটালেন পরাজিত দলের ক্রিকেটাররা
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ম্যাচ হারার শোক হজম করতে না পেরের জয়ী দলের তিন ক্রিকেটারকে পিটিয়েছেন পরাজিত দলের ক্রিকেটাররা। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন তারা।
ক্রিকেটে এক দল হারবে এবং অন্য দল জিতবে। আর নয় ‘ড্র’ হবে। তবে সেটি আন্তর্জাতিক ক্রিকেট হোক কিংবা পাড়ার ক্রিকেট- হার হজম করা যেন কষ্টকর পরাজিত দলের সদস্যদের জন্য। ক্রিকেট খেলা থেকে মৃত্যু ঘটেছে এমন ঘটনাও নতুন। সম্প্রতি এই খেলাকে কেন্দ্র করেই বিজয়ী দলের ‘উল্লাস’ সইতে না পেরে তিন সদস্যকে পিটিয়েছেন পরাজিত দলের সদস্যরা।
ঘটনাটি ঘড়েছে গত রোববার। মুম্বাইয়ের একটি অঞ্চলে দুই দলের মধ্যকার ম্যাচ আয়োজন করা হয়েছিল। ম্যাচের মধ্যেই দুই-একবার বাক-বিতর্ক হয় দুই দলের সদস্যদের মধ্যে কিন্তু সেই ঝামেলায় সেখানেই মিটে যায়। তবুও হারের শোক কী আর কাটাতে পেরেছেন পরাজিত দলের সদস্যরাও? সেই ক্ষোভ থেকেই পরাজিত দলের কয়েকজন সদস্য একসাথে হন।
Also Read – টেস্ট দলে ফিরেছেন কোহলি-ইশান্ত, নেই চার তারকা
‘মাশরাফির আওয়াজ একটাই – বাংলাদেশ ‘https://t.co/EjxanfI389
— bdcrictime.com (@BDCricTime) January 19, 2021
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ওই পরাজিত দলের সদস্যরাও একত্র হয়ে যান একটি মেডিসিন দোকানে। সে দোকানের তিন জন ছিলেন বিজয়ী দলে। হারের শোক কাটাতে না পেরে পরাজিত দলের সদস্যরা বেদুম পেটান ওই চিকিৎসাসরঞ্জাম দোকানের তিন ভাইকে। পেটানোর পর পালালে আহতদের নেওয়া হয় হাসপাতালে।
পরাজিত দলের ওই ‘পাঁচ’ সদস্যদের বিপক্ষে ভারতীয় আইন অনুযায়ী ৩০৭ ধারায় মামলা করা হয়েছে। পুলিশের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এখনো খুঁজে পাওয়া যায়নি ওই পাঁচ সদস্যকে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।