ইংল্যান্ডে এসে আমার মুখে ডিম মেরে যান : ভন
ব্রিসবেনে ইতিহাস গড়া এক জয় অর্জন করেছে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত অর্জনে ক্রিকেট বোদ্ধাদের থমকে দিয়েছেন রাহানে-রোহিতরা। সিরিজ শুরুর আগে ভারতের পক্ষে বাজি ধরার লোক ছিলেন না। এমনকি প্রথম ম্যাচের পরও না। সেই ভারতই জিতেছে বর্ডার-গাভাস্কার ট্রফি।
প্রথম টেস্টে ৩৬ রানে অলআউট হওয়ার লজ্জায় পড়া ভারত দ্বিতীয় টেস্টে অসাধারণ জয় তুলে নেয়। তৃতীয় ম্যাচে মাটি কামড়ানো ড্রয়ের পর শেষ ম্যাচে পরতে পরতে রোমাঞ্চ ছড়িয়ে তুলে নিয়েছে আরেকটি জয়।
Also Read – ম্যাচ হেরে যাওয়ায় জয়ী দলকে পেটালেন পরাজিত দলের ক্রিকেটাররা
অথচ সিরিজ শুরুর আগে মাইকেল ভন বলেছিলেন, ভারত ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হবে। ভারতের ঈর্ষণীয় ফলাফল যেন ঝামা মুছে দিয়েছে ক্রিকেটবোদ্ধাদের মুখে। ভন তার অসহায়ত্ব প্রকাশ করেছেন টুইটারে।
এক টুইট বার্তায় তিনি বলেন, ‘ওয়াও! হয়তো টেস্ট ইতিহাসের সর্বকালের সেরা জয় নয় এটা, কিন্তু ইতিহাসের সেরা জয়গুলোর একটি।’ এরপরই ভন বলেছেন ‘ইংল্যান্ডে এসে আমার মুখে ডিম ছুঁড়ে মেরে যান। তবে হ্যাঁ, ভারতীয় দলের দৃঢ়তা এবং দক্ষতার দেখে আমি প্রেমে পড়ে গেছি। শুবমন গিল ও রিশাভ পান্ট ভারতের ভবিষ্যত সুপারস্টার।’
Wow .. That has to go down as one of the greatest if not the greatest Test victory of all time !! Egg on my face over here in the UK .. but I love to see character & skill .. India have it in abundance .. btw @RealShubmanGill & @RishabhPant17 are future superstars ! #AUSvIND
— Michael Vaughan (@MichaelVaughan) January 19, 2021
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।