ভারতের জয়ে হ্যারি কেন-থমাস মুলারের টুইট
হ্যারি কেন আর থমাস মুলার ফুটবল জগতের মানুষ। কেইনের দেশ ইংল্যান্ডে ক্রিকেট জনপ্রিয় হলেও থমাস মুলারের দেশ জার্মানিতে ক্রিকেটের চল তেমন নেই। ভিন্ন জগতের এ দুই মানুষকেই উদ্বলিত করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টে ভারতের ঐতিহাসিক জয়।
ভারতের এ জয় নিয়ে টুইট করেছেন কেইন ও মুলার। ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেনের টুইট দেখে বোঝা গেল চার টেস্টের প্রতিটা ম্যাচের খবর তিনি রেখেছেন। টুইটারে ২০১৮ ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কেন লিখেন, “ভারতের অবিশ্বাস্য সিরিজ জয়। প্রতিটা টেস্ট ম্যাচই দেখতে রোমাঞ্চকর ছিল।”
Also Read – হাঁটু গেঁড়ে প্রতিবাদ জানাবেন তামিম-সাকিবরা
Unbelievable test series win by @BCCI ! Every test match was exciting to watch! #IndiavsAustralia
— Harry Kane (@HKane) January 19, 2021
জার্মানির ফুটবলার থমাস মুলারও অভিনন্দন জানিয়েছেন ভারতকে। বিরাট কোহলির টুইট রিটুইট করে সেখানে তিনি লিখেন, ‘অভিনন্দন।’
অ্যাডিলেডে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি ভারত, দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। প্রথম টেস্টের পর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য দল ছেড়েছিলেন বিরাট কোহলি। কোহলির অনুপস্থিতিতে আজিঙ্কা রাহানের নেতৃত্বে ২-১ এ সিরিজ জিতে নেয় ভারত। দলের এমন অসাধারণ কীর্তিতে কোহলি টুইটারে লিখেন, “কি অসাধারণ জয়! ইয়েস! যারা অ্যাডিলেডের পর আমাদের সন্দেহ করছিলেন, তারা একটু উঠে দাঁড়ান এবং খেয়াল করুন।”
Congratulations 👏 #Cricket #IndiavsAustralia #esmuellert https://t.co/vTj9pgJwRd
— Thomas Müller (@esmuellert_) January 19, 2021
৩২ বছর ধরে ব্রিসবেনে টেস্টে অপরাজিত ছিল অস্ট্রেলিয়া। তাদের সেই রেকর্ডের যাত্রা থামিয়ে দিয়েছে ভারত। এ সিরিজ জিতে বর্তমানে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের দুইয়ে অবস্থান করছে তারা।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।