সাকিবের ব্যাটিং পজিশন বদলের কারণ জানেন না পাপনও
বিশ্বকাপে তিনে নেমে দুর্দান্ত পারফরম্যান্সের পরও বদলে গেছে ব্যাটিং অর্ডারের অবস্থান। তিন নম্বরের পরিবর্তে সাকিব এখন ব্যাট হাতে নামছেন চার নম্বরে। সাকিবের ব্যাটিং অর্ডারের অবস্থান বদলে ফেলার সঠিক কারণ জানেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।
তবে বোর্ড সভাপতির বিশ্বাস, অন্তত পারফরম্যান্সের কারণে এই পরিবর্তন আনা হয়নি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি সাকিব। কেউ কেউ ভাবছেন, ব্যাট হাতে মলিন সময় পার করার কারণেই সাকিবের অবনমন ঘটেছে ব্যাটিং অর্ডারে।
Also Read – সুপার লিগে বাংলাদেশের শুভসূচনা, এক লাফে ‘চতুর্থ’
পাপন বলেন, ‘এটা আমার পক্ষে বলা খুব কঠিন। ওর পারফরম্যান্সের জন্য (পরিবর্তন করা হয়েছে) বলে আমার মনে হয় না। হয়ত কৌশলগত কোনো কারণে… কোচ, অধিনায়ক ওরা বলতে পারবে ভালো।’
সাকিবের ফর্মের কারণে ব্যাটিং পজিশন বদলেছে, এমনটি মেনে নিতে নারাজ পাপন। একই সাথে খুঁজে পাচ্ছেন শান্তকে তিনে খেলানোর যৌক্তিকতাও। তাই কোচ-অধিনায়কের সিদ্ধান্তে পরোক্ষভাবে সমর্থনও জানালেন পাপন।
তিনি বলেন, ‘কেউ যদি মনে করে সাকিবের পারফরম্যান্সের জন্য পজিশন বদলে গেছে, এটা আমি বিশ্বাস করি না। শুধু তার নয়, মুশফিককেও দেখুন। চার নম্বরে মুশফিকের মত নির্ভরযোগ্য ব্যাটসম্যান আমাদের নেই। ওকেও তো পরিবর্তন করা হয়েছে। আমার মনে হয় শান্তকে নেওয়ার জন্যই পরিবর্তন এসেছে। কিন্তু অবশ্যই, সাকিব যে পজিশনেই খেলতে চায় এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না- আমার মনে হয়।’
দলের ‘পলিসি মেকিং’য়ে যুক্ত থাকলে থাকলে সাকিবকে তিনে নম্বর পজিশনে বহাল রাখতেন কি না, এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘এটা বলা মুশকিল। কথা হচ্ছে ঐ জায়গায় কাকে নিচ্ছে। আমাদের হাতে কয়েকটা অপশন ছিল। শান্তকে চারে-পাঁচে নামানোতে মনে হয় না যৌক্তিকতা আছে। ওরা বলেছে তিনেই ভালো হবে, যেহেতু ওপেনিংয়ের দিকেই থাকে। সেজন্য হয়েছে। এটা সম্পূর্ণ কোচ, অধিনায়ক বলতে পারবে।’