ড্রেসিংরুমে উদযাপন : রিয়াদ-সাকিব-তামিমদের শুভেচ্ছায় সিক্ত মুশফিক
সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম। তার এই বিশেষ কীর্তি কেক কেটে উদযাপন করেছেন সতীর্থরা।
চলছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেই মুশফিক ছাড়িয়ে যান মাশরাফিকে। বাংলাদেশের হয়ে মাশরাফি খেলেছেন ২১৮টি ওয়ানডে। সর্বশেষ মার্চে জিম্বাবুয়ে সিরিজের পর মুশফিকের ওয়ানডে সংখ্যাও ছিল ২১৮। ক্যারিবীয় সিরিজে মাঠে নামার সাথে সাথেই মুশফিক ছাড়িয়ে যান মাশরাফিকে।
Also Read – সাকিব-তামিমের পরামর্শে ফর্ম খুঁজে পেয়েছেন মিরাজ
দ্বিতীয় ওয়ানডে জিতে বাংলাদেশ নিশ্চিত করেছে সিরিজ জয়। সিরিজ জয় নিশ্চিত করা ম্যাচ শেষে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদরা মুশফিকের সর্বোচ্চ ওয়ানডে খেলার কীর্তি উদযাপন করেন।
মুশফিকের সাথে একটি ছবি পোস্ট করে রিয়াদ বলেন, ‘মাশাআল্লাহ, অনেক অভিনন্দন তোমাকে। তোমার কঠোর পরিশ্রম ও নিবেদন অনেক ক্রিকেটারের অনুপ্রেরণা। আল্লাহ যেন তোমাকে এই আরও কীর্তি অর্জনের সুযোগ দেন।’
সিরিজ জয়ের আনন্দের সাথে সতীর্থদের এই আয়োজন দেখে উচ্ছ্বাস প্রকাশ করে মুশফিক বলেন, ‘অসাধারণ এই আয়োজনের জন্য সতীর্থদের ধন্যবাদ।’
Ma shaa Allah, many congratulations for the 220th game my brother.Your hardwork & dedication is inspiration for many cricketers.May the almighty Allah bless you to continue many more.😊
Posted by Mahmudullah Riyad on Friday, January 22, 2021
সতীর্থদের নিয়ে মুশফিকের উদযাপনের ভিডিও দেখুন :
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।