ভালো না করলে আরেকজনকে জায়গা ছেড়ে দিতে হবে : মিরাজ
জাতীয় দলের সাথে আছেন অনেকদিন ধরে। এরইমধ্যে উত্থান-পতন দুই-ই দেখা হয়ে গেছে মেহেদী হাসান মিরাজের। দলে জায়গা ধরে রাখতে হলে ভালো পারফরম্যান্সের গুরুত্ব তাই ভালো করেই অনুধাবন করেন। সেই মিরাজই ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতিয়ে বাংলাদেশে এনে দিয়েছেন সিরিজ জয়ের মর্যাদা।
তবে মিরাজ জানেন, আন্তর্জাতিক অঙ্গনে ভালো না করে দলে টিকে থাকার সুযোগ নেই। পারফরম্যান্স দিয়ে টিম ম্যানেজমেন্টকে সন্তুষ্ট করতে না পারলে অন্য কারও জন্য জায়গা ছেড়ে দিতে হবে। এই বাস্তবতা মেনে মিরাজের অভিমত- তার প্রতিযোগিতা তার নিজের সাথেই।
Also Read – ম্যাথিউসের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে শ্রীলঙ্কা
মিরাজ বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফর্ম করেই খেলতে হবে। আমি যদি দিনশেষে ভালো না করি, তাহলে আমাকে জায়গা ছেড়ে দিতে হবে, আরেকজন খেলোয়াড়কে আমার জায়গায় সুযোগ দিতে হবে। প্রতিযোগিতা অনেক বেশি, প্রত্যেক খেলোয়াড়কে প্রতিযোগিতা করে খেলতে হচ্ছে।’
প্রতিযোগিতায় বেরিয়ে আসে খেলোয়াড়দের সেরা পারফরম্যান্স। মিরাজ সেই প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা দেখেই নিজের সাথেই। তার প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই, অন্য খেলোয়াড়রা নন।
মিরাজের ভাষ্য, ‘দিনশেষে আমার নিজের সাথে নিজের প্রতিযোগিতাই বেশি। কে বসে আছে বা কে খেলছে না সেটা আমি চিন্তা করি না। তবে আমি সবসময়ই চেষ্টা করি নিজের সাথে নিজের প্রতিযোগিতা করার জন্য।’
সেই প্রতিযোগিতায় জেতার মত পারফরম্যান্সই ছিল শুক্রবার (২২ জানুয়ারি)। ক্যারিবীয় ব্যাটসম্যানদের ভড়কে দিয়ে মিরাজের পাওয়া এই ‘জয়’ তাকে উচ্ছ্বসিত করেছে স্বভাবতই। মিরাজ বলেন, ‘যদি নিজের সাথে নিজে জিতে যাই তাহলে অনেক ভালো লাগে, খুশি থাকি।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।